জাতীয়

সংহতি প্রকাশ করায় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা

সংহতি প্রকাশ করায় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা

ইসরায়েল ও তার মিত্রদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের পাশে অবস্থান নেওয়ায় বাংলাদেশের সরকার, জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকাস্থ ইরান দূতাবাস।

Advertisement

বৃহস্পতিবার (২৬ জুন) দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের সর্বস্তরের জনগণ, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক কর্মীদের শান্তিপূর্ণ সমাবেশ, সহানুভূতিপূর্ণ বক্তৃতা ও বিবৃতি- সবই মানবিক সচেতনতা এবং ন্যায়বিচার, স্বাধীনতা ও জাতীয় মর্যাদার প্রতি গভীর প্রতিশ্রুতির প্রতিফলন।’

আরও পড়ুনদেখা যাক দায় কেউ নেয় কি না, স্টারমার-ইউনূস বৈঠক নিয়ে তৌহিদ হোসেনযুক্তরাষ্ট্রের মুখে জোরালো থাপ্পড় মেরেছে ইরান: খামেনি

ইরান দূতাবাস আরও জানায়, ‘ইরানি জনগণের এই প্রতিরোধ একটি জাতীয় ইচ্ছাশক্তির প্রতিফলন। যা দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার দৃঢ় সংকল্পের প্রকাশ। একই সঙ্গে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও আধিপত্যবাদের বিরুদ্ধে বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে।’

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান বিশ্বাস করে, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ শুধু বৈধ অধিকার নয়, বরং একটি নৈতিক ও মানবিক দায়িত্বও বটে।’

জেপিআই/কেএসআর/জেআইএম