ভারতের শুভাংশু শুক্লাসহ চারজন মহাকাশচারীকে নিয়ে যাত্রা শুরু করা ক্রু ড্রাগন ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফলভাবে ডক করেছে। এটি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ২৮ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে উত্তর আটলান্টিক মহাসাগরের ৪২৪ কিমি ওপর দিয়ে স্টেশনে পৌঁছে।
Advertisement
জানা গেছে, ভারতীয় সময় বিকেল ৪টা ১ মিনিটে সফট ক্যাপচার হয় – অর্থাৎ একটি নমনীয় সংযোগ। কয়েক মিনিট পর হার্ড ক্যাপচার নিশ্চিত হয় – অর্থাৎ একটি মজবুত সংযোগ। ৪টা ১৫ মিনিটে নাসা ঘোষণা করে ডকিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।
তবে ডকিং প্রক্রিয়া সম্পন্ন হলেও তাদের মহাকাশ স্টেশনে প্রবেশে আরও কিছুটা সময় লাগবে, কারণ সংযোগ স্থির হতে হবে এবং সিস্টেম নিশ্চিত করতে হবে যে কোথাও কোনো ফাঁক বা বিপদ নেই। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে (ভারতীয় সময়) ক্যাপসুল ও স্টেশনের মাঝের হ্যাচ খোলা হবে বলে জানানো হয়েছে।
এই যাত্রা শুরু হয় বুধবার দুপুর ১২টা ১ মিনিটে, যখন স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণ করা হয় নাসার ঐতিহাসিক লঞ্চ প্যাড ৩৯এ থেকে – যেখান থেকে অ্যাপোলো ১১ উৎক্ষেপণ হয়েছিল।
Advertisement
এর আগে এই যাত্রা ছয়বার পিছিয়ে যায় এবং সপ্তমবারও প্রায় বাতিল হতে বসেছিল এক সফটওয়্যার ত্রুটির কারণে। তবে শেষ মুহূর্তে তা সমাধান হয়।
আগামী ১৪ দিনে, এই দল ৬০টি বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করবে। এর মধ্যে ৭টি ভারতের প্রস্তাবিত, যার একটি ‘ওয়াটার বিয়ার’ নামে ক্ষুদ্র প্রাণীর ওপর গবেষণা— কিভাবে তারা মাইক্রোগ্রাভিটিতে টিকে থাকে, তা বিশ্লেষণ করতে। বায়ো-ম্যানুফ্যাকচারিং এবং বায়ো-অ্যাস্ট্রোনটিকস নিয়েও কাজ হবে।
সূত্র: এনডিটিভি
এমএসএম
Advertisement