রাজধানীর ডেমরার কোনাপাড়ায় ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে কাজল খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রী মারা গেছে। বুধবার (২৫ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। সে স্থানীয় মান্নান হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
Advertisement
কাজলের মামা সুমন জানান, বুধবার রাতে বিদ্যুৎ চলে গেলে বাসার ছয় তলার ছাদে চলে যায় সে। ছাদের রেলিং না থাকায় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যায় কাজল। গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, কাজল খাতুন ভোলা জেলার বোরহান উদ্দিন থানা এলাকার কামাল হোসেনের মেয়ে। পরিবারসহ তারা ডেমরার কোনাপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
Advertisement
কাজী আল আমিন/এমআইএইচএস/জেআইএম