আন্তর্জাতিক

ইউক্রেনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা

ইউক্রেনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা

ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রকাশ্যে গুলি করে এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

Advertisement

সুরক্ষাবিষয়ক অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ-এর ওই কর্মকর্তা একটি গাড়ির পার্কিং এলাকায় গুলিবিদ্ধ হন, যেখানে এক অজ্ঞাত হামলাকারী তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার সিসিটিডভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ইউক্রেনের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নিহত ব্যক্তির নাম কর্নেল ইভান ভোরোনিচ।

আরও পড়ুন>

Advertisement

ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, অর্থ দেবে ন্যাটো: ট্রাম্প বৈশ্বিক বাণিজ্য এখন ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার হচ্ছে

এসবিইউ মূলত অভ্যন্তরীণ নিরাপত্তা ও পাল্টা গোয়েন্দা কার্যক্রমে নিয়োজিত, যা যুক্তরাজ্যের এমআই১৫ এর অনুরূপ। তবে ২০২২ সালে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসন শুরুর পর থেকে সংস্থাটি রাশিয়ার অভ্যন্তরে গুপ্তহত্যা ও ধ্বংসাত্মক অভিযানেও অংশ নিচ্ছে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ডিসেম্বরে রাশিয়ান জেনারেল ইগর কিরিলভ হত্যায় ইউক্রেনীয় গোয়েন্দাদের হাত ছিল। এ বছরের শুরুতে মস্কোয় গাড়ি বোমা হামলায় জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক নিহত হন, যার দায় রাশিয়া ইউক্রেনের ওপর চাপায়।

তবে এসব অভিযানের দায় ইউক্রেন সরকার বা এসবিইউ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

কিয়েভ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরাধীর সন্ধানে তদন্ত চলছে এবং তাকে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

Advertisement

এসবিইউ এক বিবৃতিতে বলেছে, অপরাধের সব দিক স্পষ্ট করতে ও দোষীদের বিচারের আওতায় আনতে একটি পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

সূত্র: বিবিসি

এমএসএম