দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) দুটি বিতর্কিত নির্বাচন ছাড়া আসনটি সব সময় দখলে ছিল আওয়ামী লীগের একজন প্রার্থীর কাছে। মরহুম অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এ আসনে পরপর আটবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারও নেই আওয়ামী লীগের নির্বাচনে আসাও অনিশ্চিত। কাজেই এই আসনটিতে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের মধ্যে যে গ্রুপ তৈরি করেছেন তারা যদি মনোনয়ন চূড়ান্তের পর এক হয়ে কাজ করতে পারেন তাহলে বিএনপির ঘরেই উঠবে এই আসনটি।
Advertisement
তবে আগে থেকেই চূড়ান্ত হওয়া জামায়াতের প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। তারা তরুণ ও নতুন এবং বয়স্ক ভোটারদের টার্গিট করে এগিয়ে যাচ্ছেন। এ আসনে এবার নতুন ভোটার হয়েছেন ১৪ হাজার ১৬৪ জন। যার মধ্যে পার্বতীপুরে ৯ হাজার ৮৩৯ ও ফুলবাড়ীতে ৪ হাজার ৩২৫ জন।
মোট ৪ লাখ ৭৯ হাজার ১৩৯ ভোটারের মধ্যে পার্বতীপুর ৩ লাখ ২ হাজার ৯২ ও ফুলবাড়ী ১ লাখ ৫৯ হাজার ৪৭ জন ভোটার আগামী সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে দিনাজপুর নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
আরও পড়ুন
Advertisement
এই আসনে পার্বতীপুর উপজেলায় ৫ হাজার ৪৮১ ও ফুলবাড়ী উপজেলায় ২ হাজার ৫৬৬ ভোটার কর্তন করা হয়েছে। দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন সময় নতুন নতুন জেলা যেমন হয়েছে, তেমনি ১৯৮৬ সালে সংসদ নির্বাচনের নির্বাচনী এলাকা পুনর্গঠিত হয়েছে। সে হিসেবে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ১৯৮৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা আটবার সংসদ সদস্য ছিলেন মোস্তাফিজুর রহমন ফিজার (আওয়ামী লীগ)। মাঝে ১৯৮৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচনে এজেএম রেজওয়ানুল হক ও ১৯৮৮ সালে মোহাম্মদ সোয়াইব সংসদ সদস্য নির্বাচিত হন। এই দুটি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি।
তিনজনই অর্থবিত্তবান মানুষ। তারা প্রত্যেকে একটি করে গ্রুপ করেছেন। নেতাকর্মীরা কেউ ডলারের পেছনে, কেউ শিল্পপতির পেছনে আবার কেউ ব্যবসায়ীদের পেছনে ছুটছেন। এ অবস্থার অবসান ঘটাতে না পারলে সুফল পাবে জামায়াতের প্রার্থী।
তবে বিএনপির মধ্যে একাধিক প্রার্থী ও নিজেদের মধ্যে অন্তঃকোন্দলের কারণে কিছুটা বেকায়দায় রয়েছে। জাপার প্রার্থীও প্রকাশ্যে আসতে পারছেন না।
এই আসনে বিএনপি থেকে মনোনয়ন চাইবেন দিনাজপুর জেলা বিএনপির সদস্য সাবেক সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক। তিনি জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। তিনি ২০১৮ সালের নির্বাচনে ১লাখ ২৮ হাজার ৫৬৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থান লাভ করেছিলেন। এর আগে বিএনপির প্রার্থী হিসেবে এ আসন থেকে ছয়বার সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ফলে দলের একটি অংশ মনে করছে তিনি যেহেতু ধারাবাহিকভাবে পরাজিত হচ্ছেন তাই এখানে বিএনপির প্রার্থী হিসেবে নতুন মুখ আসুক।
Advertisement
আরও পড়ুন
রমজানের আগে ভোট আয়োজনের প্রস্তাব তারেক রহমানের ড. ইউনূস-তারেক বৈঠক নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো জামায়াতদীর্ঘদিন ধরে এ আসনে বিএনপির মনোনয়ন চেয়ে মাঠে কাজ করছেন পার্বতীপুর উপজেলা বিএনপির সদস্য জাকারিয়া বাচ্চু।
এবার নতুন করে মনোনয়ন চাইবেন যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি ও তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার কামরুজ্জামান। তিনি বর্তমানে নির্বাচনী এলাকায় অবস্থান করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পার্বতীপুর উপজেলার এক বিএনপি নেতা বলেন, তিনজনই অর্থবিত্তবান মানুষ। তারা প্রত্যেকে একটি করে গ্রুপ করেছেন। নেতাকর্মীরা কেউ ডলারের পেছনে, কেউ শিল্পপতির পেছনে আবার কেউ ব্যবসায়ীদের পেছনে ছুটছেন। এ অবস্থার অবসান ঘটাতে না পারলে সুফল পাবে জামায়াতের প্রার্থী।
খবর নেই অন্যান্য ইসলামি দল, বামদল, নতুন গঠিত দল ও ছোট ছোট দলগুলোর প্রার্থীদের। নতুন গঠিত দল এনসিপি তাদের প্রার্থী চূড়ান্ত করলেও কৌশলগত কারণে তারা প্রার্থীর নাম ঘোষণা করছে না। তবে ডা. আহাদ আলী নামে একজন এনসিপি থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে।
এ আসনে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার হোসেন। তিনি সভা-সমাবেশের পাশাপাশি গ্রাম পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন। এবার তারাও আশাবাদী।
খবর নেই অন্যান্য ইসলামি দল, বামদল, নতুন গঠিত দল ও ছোট ছোট দলগুলোর প্রার্থীদের। নতুন গঠিত দল এনসিপি তাদের প্রার্থী চূড়ান্ত করলেও কৌশলগত কারণে তারা প্রার্থীর নাম ঘোষণা করছে না। তবে ডা. আহাদ আলী নামে একজন এনসিপি থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে।
এএমএইচএম/এসএইচএস/এমএফএ/জেআইএম