শিক্ষা

প্রথম দিনে স্বাস্থ্যবিধি উপেক্ষিত, নেই মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার

প্রথম দিনে স্বাস্থ্যবিধি উপেক্ষিত, নেই মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর প্রথম দিনেই রাজধানীর একাধিক পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের চিত্র উদ্বেগজনকভাবে সামনে এসেছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও সিদ্ধেশ্বরী কলেজের পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখা গেছে, অধিকাংশ পরীক্ষার্থীই মাস্ক ছাড়া কেন্দ্রে প্রবেশ করছেন। একই ভাবে কেন্দ্রের মূলক ফটকের সামনে ও ভেতরে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদেরও মাস্ক পরতে দেখা যায়নি।

Advertisement

স্বাস্থ্যবিধি মানছেন না অভিভাবকরাও। সন্তানদের পরীক্ষাকেন্দ্রে নিয়ে আসা অধিকাংশ অভিভাবকের মুখে ছিল না মাস্ক। ছিল না কোনো হ্যান্ড স্যানিটাইজার।

রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাস ও ডেঙ্গুর প্রাদুর্ভাব যখন একসঙ্গে বাড়ছে তখন এইচএসসি পরীক্ষা ঘিরে দেখা গেছে স্বাস্থ্যবিধি না মানার হিড়িক। সিদ্ধেশ্বরী কলেজ কেন্দ্রের গেটে দায়িত্বরত একাধিক নিরাপত্তাকর্মী জাগো নিউজকে জানিয়েছেন, কিছু অভিভাবক স্বাস্থ্যবিধি মানলেও বেশিরভাগই মাস্ক ছাড়া কেন্দ্রে আসছেন। তারা বারবার বলার পরও কেউ শুনছেন না।

আরও পড়ুন

Advertisement

সব পরীক্ষার্থীর মুখে মাস্ক দেখছি, করোনা-ডেঙ্গু নিয়ে ভয় নেই এইচএসসি পরীক্ষায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

এদিকে ভ্যাপসা গরমে কেন্দ্রের সামনে অপেক্ষমান অভিভাবকদের অবস্থাও ছিল বেশ অস্বস্তিকর। অনেকেই বাসা থেকে হাতপাখা এনেছেন, কেউ কেউ আবার কেন্দ্রে বিতরণ করা লিফলেট দিয়ে গায়ে বাতাস দেওয়ার চেষ্টা করছেন। দীর্ঘ সময় বসে থাকতে থাকতে কেউ কেউ গল্প-আড্ডায় ব্যস্ত, কেউ আবার সন্তানদের ফলাফল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একে অন্যের সঙ্গে আড্ডা-আলোচনায় মেতেছেন।

অমিত নামে একজন অভিভাবক জাগো নিউজকে বলেন, সকাল থেকে ভ্যাপসা গরম। খুব অস্বস্তি লাগছে। টেনশন বেশি হচ্ছে বাচ্চাদের জন্য। এই গরমে ওরা কেন্দ্রে বসে কিভাবে পরীক্ষা দিচ্ছে, এটিই ভাবছি।

এইচএসসি পরীক্ষা ঘিরে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সরকার থেকে সুনির্দিষ্ট নির্দেশনা থাকলেও মাঠপর্যায়ে তার বাস্তবায়নে দেখা যাচ্ছে চরম অবহেলা। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং জনস্বাস্থ্য রক্ষায় কেন্দ্রগুলোতে আরও কঠোর নজরদারি ও সচেতনতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল।

আহসান হাবীব নামের এক অভিভাবক জাগো নিউজকে বলেন, পরীক্ষার প্রথম দিন হওয়ায় অনেক কিছুই ভুলে গেছি। সময় কম ছিল, কেন্দ্রে সকাল সকাল পৌঁছানোর তাড়া ছিল। তাড়াহুড়ো করে আসতে গিয়ে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার আনা হয়নি। করোনা যেভাবে ছড়াচ্ছে আমাদের সবার সচেতন দরকার।

Advertisement

মানতে হবে ৭ স্বাস্থ্যবিধি:>> কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীসহ পরীক্ষা সংশ্লিষ্ট সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক।>> পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।>> ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে এবং আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।>> পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রের অভ্যন্তরে মশক নিধন ওষুধ স্প্রে করতে হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা গ্রহণ করতে হবে।>> পরীক্ষা কক্ষের আসন বিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিপালন করতে হবে।>> প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মেডিকেল টিমকে সক্রিয় রাখতে হবে। এ বিষয়ে সিভিল সার্জন/উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে।>> জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা নিরুৎসাহিত করার প্রচারণা চালাতে হবে।

আরও পড়ুন

হাত স্যানিটাইজ করলেও মাস্ক পরতে অনাগ্রহী শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও অভিভাবকরা ‘বেপরোয়া’

প্রথম দিনে কোন বোর্ডে কোন পরীক্ষা:প্রকাশিত সময়সূচি অনুযায়ী—প্রথম দিনে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৬০৫টি কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদরাসা বোর্ডের অধীন ৪৫৯টি কেন্দ্রে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীন ৭৩৩ কেন্দ্রে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষা নেওয়া হবে। সব বোর্ডের প্রথম দিনের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ১১টি শিক্ষা বোর্ডের অধীন ফরম পূরণ করেছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইএআর/এমকেআর/জিকেএস