জুলাই-আগস্টে সারা দেশে হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২৪ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর সাবেক বিশেষ পাবলিক প্রসিকিউটর ও আওয়ামী লীগপন্থী আইনজীবী আমির হোসেনকে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।
এর আগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১ জুলাই দিন ধার্য করে দেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল।
এই মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। শুনানির সময় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
Advertisement
আরও পড়ুন:
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ জুলাইএদিকে, শুনানি শেষে উপস্থিত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যানের কাছে পলাতকদের পক্ষে আইনজীবী নিয়োগের বিষয়ে জানতে চান সাংবাদিকরা। তিনি বলেন, আইনজীবী নিয়োগ আদালতের বিষয়, প্রসিকিউশনের নয়। তবে অবশ্যই এ ক্ষেত্রে মানদণ্ড থাকতে হবে। রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর পর্যাপ্ত অভিজ্ঞতা থাকতে হবে। যাতে তিনি ট্রাইব্যুনালের সামনে যথাযথভাবে আসামির প্রতিনিধিত্ব করেন।
এছাড়া জানতে চাইলে ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. মিজানুল ইসলামও বলেন, পলাতকদের পক্ষে আইনজীবী ঠিক করেন আদালত। এটি প্রসিকিউশনের কোনো বিষয় নয়।
জানা গেছে, মামলার নথিপত্র বুঝে নিয়েছেন আমির হোসেন। ২০০৯ থেকে ৫ আগস্টের আগ পর্যন্ত স্পেশাল জজ আদালত-৮ এর বিশেষ প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন তিনি।
Advertisement
এফএইচ/এসএনআর/এমএস