মেহেদী হাসান মিরাজের চোটে একাদশে এসেছিলেন। সুযোগ পেয়েই এক ইনিংসে ৫ উইকেট শিকার। দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়ে গল টেস্টে বাংলাদেশের সফলতম বোলার ছিলেন অফস্পিনার নাঈম হাসান।
Advertisement
এই নাঈমকেই কি ছিটকে পড়তে হবে একাদশ থেকে? মিরাজ ফিরছেন। তাই একাদশ নিয়ে বিড়ম্বনায় টিম ম্যানেজমেন্ট। কাকে রেখে কাকে খেলাবেন?
মিরাজ-নাইম দুজনই অফস্পিনার। একাদশে দুই স্পিনার খেলালে কোনোমতেই নাঈমকে রাখা সম্ভব নয়। কেননা বাঁহাতি স্পিনার তাইজুল আছেন। দুজন অফস্পিনার খেলালে টিম কম্বিনেশন সাজানো কঠিন।
সেক্ষেত্রে নাঈমকে একাদশের বাইরে রাখতে হবে। আগের ম্যাচে এমন পারফরম্যান্সের পর সেটি কি সম্ভব? হেড কোচ ফিল সিমন্স পরিষ্কার বলতে পারলেন না, সিদ্ধান্ত কী হবে।
Advertisement
সিমন্স বলেন, ‘সিদ্ধান্ত আজ পরে নেওয়া হবে। পিচ কেমন সেটা আমরা দেখি আগে। আমরা মাত্রই এই গ্রাউন্ডে এসেছি। তাই আগে কন্ডিশনটা বুঝে নিই। তারপর টিম ব্যালান্স নিয়ে ভাবব-তিন পেসার খেলাব নাকি তিন স্পিনার।’
নাঈমকে বাদ দেওয়া হবে নাকি একাদশে থাকবেন? সিমন্স বলেন, ‘এটা বলা কঠিন। গলে নাঈম দারুণ খেলেছে। তাই তাকে বাদ দেওয়া কঠিন হবে। তবে সবাই এটা বোঝে, দল নির্বাচন হয় কন্ডিশন এবং দলের জন্য যেটা ভালো হবে সেটা দেখে। আমরা সবাই সেরা দলটাই বাছাই করতে চাই।’
এমএমআর/এএসএম
Advertisement