পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়নাধীন বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড কারখানা পরিদর্শন করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) প্রতিনিধিদল।
Advertisement
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে পরিদর্শন শেষে বিটিএমসির আয়োজনে বিনিয়োগকারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক কর্মশালায় যোগ দেয় প্রতিনিধিদল।
প্রতিনিধিদলে নেতৃত্ব দেন পিপিপির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে ছিলেন বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান এবং বিটিএমসির পিপিপি প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসেন।
বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেডের চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম এবং প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মাল্টি লাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুর রহমান প্রতিনিধিদলকে স্বাগত জানান।
Advertisement
কারখানার কার্যক্রম পরিদর্শন করে প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করে। এসময় তারা বলেন, এই উদ্যোগ রাজশাহী অঞ্চলের কর্মসংস্থান ও শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
স্বল্প সময়ের মধ্যে এক হাজার ৮০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রাণ-আরএফএল গ্রুপকে ধন্যবাদ জানায় প্রতিনিধিদল। পরিদর্শন শেষে তারা বিটিএমসির আয়োজনে বিনিয়োগকারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক কর্মশালায় যোগ দেয়।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএলের উদ্যোগে দীর্ঘ ২২ বছর ধরে বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিল নতুন রূপে ‘বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড’ হিসেবে পুনরায় চালু হচ্ছে। বিটিএমসি ও প্রাণ-আরএফএল গ্রুপের মধ্যে গত বছরের ২৭ অক্টোবর চুক্তি সইয়ের পর ডিসেম্বরেই প্রাণ-আরএফএল মিলটির দায়িত্ব গ্রহণ করে। বর্তমানে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
প্রায় ২৬ একর আয়তনের এই কারখানাকে প্রাণ-আরএফএল পরিণত করতে চায় উত্তরবঙ্গের সর্ববৃহৎ পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠানে হিসেবে। শতভাগ রপ্তানিমুখী এই কারখানায় তৈরি করা হবে বিভিন্ন ব্যাগ, জুতা ও তৈরি পোশাক। তাছাড়া এখানে একটি আধুনিক কল সেন্টার প্রতিষ্ঠা করা হবে। দুই বছরের মধ্যে ১২ হাজার মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে প্রায় ৩৫০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা নেওয়া হয়েছে।
Advertisement
সাখাওয়াত হোসেন/এসআর/এএসএম