জোয়ারের পানিতে মাঝিবিহীন একটি বড় ফিশিং ট্রলার কক্সবাজারের টেকনাফের সৈকতে ভেসে এসেছে।
Advertisement
বুধবার (১৮ জুন) বিকেলের দিকে টেকনাফের উপকূল ইউনিয়ন বাহারছড়া হাজমপাড়া সৈকতে ভেসে আসে ট্রলারটি।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় জেলে রফিকুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টি হচ্ছে। সাগর খুবই উত্তাল। এরমধ্যে জোয়ারে একটি বড় ফিশিং ট্রলার আজ বিকেলের দিকে বাহারছড়ার হাজমপাড়া সৈকতে ভেসে আসে। তবে ট্রলারে মাঝি বা কোনো লোকজন ছিল না। পরবর্তী সময়ে স্থানীয় কিছু লোকজন ট্রলারে থাকা মালামাল ও কাঠ ভেঙে লুটপাট করে নিয়ে যান।
টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার শাহা বলেন, হাজমপাড়া সৈকতে মাঝিবিহীন একটি বড় ফিশিং ট্রলার ভেসে এসেছে। বিষয়টি কোস্ট গার্ড দেখছে। ভেসে আসা ফিশিং ট্রলারের মালিক টেকনাফের বলে শুনেছি।
Advertisement
জাহাঙ্গীর আলম/এসআর/এএসএম