গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলের পেছনে পিকআপভ্যানের ধাক্কায় আসাদুজ্জামান রাজিব (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
Advertisement
বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মাওনা এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান রাজিব ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের মধ্য লামকাইন গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি একই ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। রাজিব গাজীপুরে আকিজ টোব্যাকো কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঈদের ছুটিতে মোটরসাইকেলে গ্রামের বাড়ি ফিরছিলেন রাজিব। সকাল সাড়ে ৯টার দিকে মাওনা এমসি বাজার এলাকা পর্যন্ত এসে মহাসড়কের পাশে মোটরসাইকেল দাঁড় করিয়ে মোবাইলে কথা বলছিলেন। এসময় মোটরসাইকেলের পেছনে যাত্রীবাহী একটি পিকআপ সজোরে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান রাজিব। এসময় পিকআপের একজন যাত্রী আহত হন।
Advertisement
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারী জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপের চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কামরুজ্জামান মিন্টু/এসআর/এমএস
Advertisement