চীনা রাষ্ট্রদূত হুয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক প্রতিনিধিদল। এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের নেতৃত্বে বুধবার (৪ জুন) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
Advertisement
এনসিপির দপ্তর সচিব সালেহ উদ্দিন সিফাতের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, চীনা দূতাবাসের আমন্ত্রণেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচনী সংস্কার, গণতন্ত্র ও সুশাসন নিয়ে আলোচনা হয়। এনসিপি প্রতিনিধিদল রাষ্ট্রদূতের কাছে একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রূপরেখা তুলে ধরে। দলটির পক্ষ থেকে বলা হয়, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশনের কাঠামোগত পুনর্গঠন ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা জরুরি।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের মাধ্যমে একটি কার্যকর, গণতান্ত্রিক রূপান্তরের ভিত্তি স্থাপন করা হবে। এটি শুধু রাজনৈতিক নীতিপত্র নয়, বরং গণমানুষের আত্মত্যাগের প্রতি আমাদের নৈতিক দায়বদ্ধতার প্রকাশ।
Advertisement
চীনা রাষ্ট্রদূত হুয়াও ওয়েন এনসিপি প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং আলোচনার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, চীন সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে বিশ্বাসী। তবে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে।
রাষ্ট্রদূত আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ জরুরি। তরুণদের অংশগ্রহণ, উন্মুক্ততা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য।
সাক্ষাৎকালে এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ উপস্থিত ছিলেন। প্রতিনিধিদল স্থানীয় সরকার নির্বাচনসমূহ সময়মতো ও অংশগ্রহণমূলক সম্পন্ন করার বিষয়ে সহযোগিতার আহ্বান জানায়। পাশাপাশি, একটি সাংবিধানিক আইনসভা নির্বাচনের প্রয়োজনীয়তাও তুলে ধরে।
সাক্ষাৎ শেষে এনসিপি চীনা দূতাবাসের আতিথেয়তা ও সম্মানজনক সংলাপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। দলটি আশা প্রকাশ করে, সরকার ও রাজনৈতিক পক্ষগুলো জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।
Advertisement
এনএস/কেএসআর