পাবনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহেল হাসান শাহীনকে আটক করেছে পুলিশ।
Advertisement
মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
আটক সোহেল হাসান শাহীন পাবনা পৌর এলাকার বালিয়াহালট এলাকার বাসিন্দা। তিনি পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন।
ওসি আব্দুস সালাম জানান, শাহীন ৪ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ছাত্র হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলা রয়েছে। যদিও মামলার এজাহারে তার নাম ছিল না, তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় তাকে আসামি করা হয়।
Advertisement
জানা গেছে, সিঙ্গাপুর থেকে মঙ্গলবার দুপুর ২টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন সোহেল হাসান। সন্ধ্যায় ঢাকায় অবতরণের পর ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিমানবন্দর থানায় হস্তান্তর করে।
পাবনা সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার (৪ জুন) পাবনায় নিয়ে আসার প্রস্তুতি নিয়েছে।
গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পাবনা শহরে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয়। এ ঘটনায় জাহিদ ও নিলয় নামের দুই শিক্ষার্থী নিহত হন এবং অনেকে আহত হন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দুটি হত্যা ও হত্যাচেষ্টা মামলা দায়ের হয়। সাবেক চেয়ারম্যান আবু সাইদ খানসহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়। পরে তদন্তে সোহেল হাসান শাহীনকেও ওই মামলায় অন্তর্ভুক্ত করা হয়।আলমগীর হোসাইন নাবিল/কেএসআর
Advertisement