জাতীয়

ঈদযাত্রায় চট্টগ্রামে বাড়তি বাস ভাড়া আদায়ের অভিযোগ নেই

ঈদযাত্রায় চট্টগ্রামে বাড়তি বাস ভাড়া আদায়ের অভিযোগ নেই

ঘরমুখো মানুষের ঈদযাত্রায় এবার চট্টগ্রামে বাড়তি বাস ভাড়া আদায়ের অভিযোগ নেই। সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে মঙ্গলবার (৩ জুন) বিকেলে অভিযানে নেমে বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পায়নি বিআরটিএ।

Advertisement

তবে ডকুমেন্ট হালনাগাদ না থাকাসহ মোটরযান আইনের নানান অপরাধে ১৫ মামলায় ৮৪ হাজার টাকা জরিমানা করেছেন বিআরটিএর দুই ভ্রাম্যমাণ আদালত।

বিআরটিএ জানিয়েছে, চট্টগ্রাম বিআরটিএ ও মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি টিম নগরীর চান্দগাঁও বাস টার্মিনাল, অলংকার, এ কে খান ও সিটি গেট এলাকার বাস কাউন্টারগুলো পরিদর্শন করে। এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি। এসময় চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধিতে মাইকিংসহ লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

আরও পড়ুন১৯ জুনের মধ্যে ৪৪ সচিবকে অপসারণে আলটিমেটাম অনুমতি ছাড়া রংপুর মহানগরীতে সভা-সমাবেশ নিষিদ্ধ 

অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম। এসময় উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সলিমুল্লাহসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

এদিন বিআরটিএর দুই ভ্রাম্যমাণ আদালত-১১ ও ১৩ বহদ্দারহাট বাস টার্মিনাল ও অলংকার-সিটি গেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ১৫টি বিভিন্ন মামলায় মোট ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত-১১ এর নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ এবং ভ্রাম্যমাণ আদালত-১৩ এর নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা।

এমডিআইএইচ/কেএসআর