বিতর্কিত ৪৪ সচিবকে অপসারণে ১৯ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়ে দিয়েছে জুলাই ঐক্য। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সঙ্গে বৈঠক করে এ আলটিমেটাম দেয় সংগঠনটি।
Advertisement
মঙ্গলবার (৩ জুন) দুপুর পৌনে ১২টার দিকে শাহবাগ থেকে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করেন জুলাই ঐক্যের সংগঠকরা। দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ের সামনে গেলে পুলিশের বাধায় পড়েন তারা। পরে সচিবালয়ের রাস্তার মুখে অবস্থান নেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা।
দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সচিবালয়ে প্রবেশ করে জুলাই ঐক্যের ৫ সদস্যের এক প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এ বি জুবায়ের, প্লাবন তারিক, ইসরাফিল ফরাজী ও বোরহান মাহমুদ।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তারা। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ৩০ সচিবকে বদলি করা হয়েছে। বাকিদের বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি। সচিবদের অপসারণের বিষয়টি দেখে জনপ্রশাসন বিষয়ক কমিটি। যেখানে ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমও রয়েছেন।
Advertisement
এ বিষয়ে জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দেক আলী জাগো নিউজকে বলেন, আমরা আজ মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করি। যদি আমাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে তারা ব্যবস্থা না নেন, বিতর্কিতদের অপসারণ না করা হয়- তাহলে আমাদের আগামীর কর্মসূচিতে তারা কোনো সহযোগিতা পাবেন না।
এফএআর/কেএসআর