খেলাধুলা

চ্যাম্পিয়ন হতে পাঞ্জাবের প্রয়োজন ১৯১ রান

চ্যাম্পিয়ন হতে পাঞ্জাবের প্রয়োজন ১৯১ রান

আইপিএলে আজকের ফাইনালে যেই জিতুক, তারাই হবে নতুন চ্যাম্পিয়ন। কারণ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩বার এবং পাঞ্জাব কিংস একবার ফাইনালে উঠলেও আগে কেউ চ্যাম্পিয়ন হতে পারেনি।

Advertisement

এবারের আইপিএলে চ্যাম্পিয়ন হবে কে? প্রশ্নের উত্তর জানতে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংসকে ১৯১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

প্রায় লক্ষাধিক ভক্ত-সমর্থকের উপস্থিতিতে আহমেদাবাদে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল ফাইনাল। যেখানে হাজির রয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বেশ উচ্ছ্বাসের সঙ্গেই আইপিএল ফাইনাল উপভোগ করছেন তিনি।

এমন ম্যাচে টস জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠায় পাঞ্জাব কিংস। শুরু থেকে মোটামুটি ঝোড়ো গতিতেই ব্যাট করতে থাকে বেঙ্গালুরু। আবার নিয়মিত বিরতিতে উইকেটও হারাতে থাকে। ফিল সল্ট আউট হন ১৬ রান করে। সর্বোচ্চ ৪৩ রান করেন বিরাট কোহলি। এই রান করতেও বেশ বেগ পেতে হয়েছে তাকে। ৩৫ বল খেলেন তিনি।

Advertisement

এছাড়া মায়াঙ্ক আগরওয়াল ২৪, রজত পাতিদার ২৬, লিয়াম লিভিংস্টোন ২৫ এবং জিতেশ শর্মা করেন ২৪ রান। রোমারিও শেফার্ড করেন ১৭ রান। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। ৩টি করে উইকেট নেন আর্শদিপ সিং ও কাইল জেমিসন।

আইএইচএস/