বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার যুগ্ম সদস্য সচিব কাজী মো. আবু সাঈদকে মারধরের অভিযোগে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন শেখের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (৩ জুন) বিকেলে বরিশাল কোতোয়ালি মডেল থানায় এ ডায়েরি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
সাধারণ ডায়েরিতে সাঈদ উল্লেখ করেন, কোরবানির ঈদ উপহার হিসেবে ভিজিএফের আওতায় ১০ কেজি করে চালের ৫০টি কার্ড বিতরণের জন্য আমাকে দিয়েছেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। কার্ড বিতরণে অনিয়ম হয়েছে এমন অভিযোগ তুলে ৩০টি কার্ড দাবি করেন ছাত্রদল নেতা আল-আমিন। তা না দেওয়ায় মঙ্গলবার দুপুরে কাশিপুর ইউনিয়ন পরিষদের সামনে আমাকে তিনি মারধর করে হুমকি দেন। তারপর থেকে আমার বাসার সামনে তার নেতৃত্বে মহড়া দিচ্ছেন লোকজন।
তবে অভিযুক্ত ছাত্রদল নেতা আল-আমিন বলেন, ‘সাঈদের বাবা কাশিপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচন করবেন বলে শুনেছি। এজন্য বেশিরভাগ কার্ড জুলাই অভ্যুত্থানের আহতদের না দিয়ে তার বাবার নির্বাচনী ওয়ার্ডে বিতরণ করছেন জায়েদ। বিষয়টি জানতে পেরে তাকে কাশিপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সমানভাবে বিতরণের জন্য বলেছি। তাকে হুমকি ও মারধরসহ সব অভিযোগ মিথ্যা। উল্টো তিনি আমাকে অশ্রাব্য ভাষা প্রয়োগ করেছেন।’
Advertisement
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু সাঈদ বলেন, কার্ড বিতরণে অনিয়মসহ অন্যান্য অভিযোগ মিথ্যা। কারণ কার্ডগুলো এখন পর্যন্ত বিতরণই হয়নি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মারধরের অভিযোগে সাধারণ ডায়েরি হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শাওন খান/এসআর/এএসএম
Advertisement