রাজনীতি

জীবন দেয় বিএনপির নেতাকর্মীরা, স্যুট-টাই পরে ক্ষমতায় যায় অন্যরা

জীবন দেয় বিএনপির নেতাকর্মীরা, স্যুট-টাই পরে ক্ষমতায় যায় অন্যরা

‘আন্দোলনে জীবন দেয় বিএনপির নেতাকর্মীরা, অথচ স্যুট-টাই পরে অন্যরা চলে যায় ক্ষমতায়’—এভাবেই ক্ষোভ ঝাড়লেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

Advertisement

তিনি বলেন, গত ১৫ বছরে বিএনপির অসংখ্য কর্মীকে গুম-খুন করা হয়েছে। মা হারিয়েছে সন্তানকে, সন্তান হয়েছে এতিম। জুলুম, মামলা, গ্রেফতার, নির্যাতন আমাদের নিত্যসঙ্গী। আন্দোলনে জীবন দেয় একজন, আর চুপিচুপি স্যুট-টাই পরা কেউ এসে বসে যায় ক্ষমতায়।

সোমবার (২ জুন) রাজধানীতে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রধান উপদেষ্টা অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তবে তার চারপাশে থাকা কিছু পরামর্শদাতা তাকে ভুল পথে ঠেলে দিচ্ছে।

Advertisement

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাসের যুগ্ম আহ্বায়ক ইথুন বাবু। আরও বক্তব্য রাখেন- বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, ইঞ্জিনিয়ার বাদল ও জাসাস নেতা খালেদ এনাম মুন্না।দোয়া মাহফিলে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

এর আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে রিজভী বলেন, সমঝোতা ছাড়া গণতন্ত্র টিকে না। যে সমাজে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা নেই, সেখানে গণতন্ত্রও দুর্বল।

কেএইচ/এমকেআর

Advertisement