জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২ জুন) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এই কমিটি অনুমোদন দিয়েছেন।
Advertisement
কমিটির প্রধান সমন্বয়কারী হয়েছেন মো. নিজাম উদ্দিন। যুগ্ম সমন্বয়কারী হয়েছেন এস এম শাহরিয়ার।
এছাড়া সদস্য হয়েছেন জাবেদ রাসিন (খিলগাঁও জোন), মোল্লা মোহাম্মদ ফারুক এহসান (রমনা জোন), খান মুহাম্মদ মুরসালীন (সূত্রাপুর জোন), সানাউল্লাহ খান (লালবাগ জোন), মো. রাকিব হোসেন (যাত্রাবাড়ী জোন), আবুৰ্জ্জকিত ফয়সাল আহমেদ (সায়েন্সল্যাব জোন), লাকী আক্তার, সিফাত সুলতানা মিম এবং ইসরাত জাহান।
এনএস/এমআইএইচএস/এমএস
Advertisement