কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিততে বাংলাদেশকে করতে হতো মাত্র ২৪৫ রান। এই মামুলি লক্ষ্য তাড়ায় ১ উইকেটেই ১০০ তুলেছিল মেহেদী হাসান মিরাজের দল। এরপর বাংলাদেশকে যা করলো, তাতে বিশ্বের যেকোনো ক্রিকেটভক্তের চক্ষু চড়কগাছ হবেই।
Advertisement
১ উইকেটে ১০০ রান লেখা স্কোরকার্ড কয়েক মিনিটের ব্যবধানে বদলে হয়ে গেল ১০৫ রানে ৮ উইকেট। মানে ৫ রানের ব্যবধানে পতন হয়েছে ৭ উইকেটের।
বাংলাদেশের ব্যাটিংয়ের করুণ অবস্থা দেখে যে কারো মনে প্রশ্ন উঠতেই পারে, আচ্ছা এর আগে এমন বাজে ব্যাটিং অন্য কোনো দল করেছে? এমন লজ্জাজনক ব্যাটিং আগে কাউকে করতে দেখা গেছে?
এই প্রশ্নের সোজাসোজি উত্তর হলো- না। এমন বাজে ব্যাটিং আগে কখনো দেখা যায়নি। বাংলাদেশেরটাই সবচেয়ে বেশি বাজে। ১ উইকেট হারানোর পর ৮ উইকেট পড়ার মাঝে কেউ এত কম রান করেনি।
Advertisement
অর্থাৎ ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে লজ্জার বিশ্বরেকর্ডই গড়েছে বাংলাদেশ। পাশাপাশি লজ্জা থেকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্রকে।
এর আগে ১ উইকেট হারানোর পর ৮ উইকেট পতনের মাঝে সর্বনিম্ন ৮ রান করেছিল যুক্তরাষ্ট্র। ২৩ রানে ১ উইকেট থেকে ৩১ রানে ৮ উইকেট হারিয়েছিল তারা। ২০২০ সালের সেই ম্যাচে নেপালের কাছে ৩৫ রানে অলআউট হয়েছিল যুক্তরাষ্ট্র।
এমএইচ/এএসএম
Advertisement