বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে ভারী বর্ষণ এবং ঝড়ো হাওয়ায় ২৯ মে সেন্টমার্টিনে বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনবাসীর কষ্ট লাঘবে ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
Advertisement
সংশ্লিষ্ট সূত্র জানায়, নৌবাহিনী প্রধানের দিকনির্দেশনায় এবং কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ চট্টগ্রাম থেকে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে সেন্টমার্টিন পৌঁছায়।
১ ও ২ জুন সেন্টমার্টিনে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রমের আওতায় এক হাজার পরিবারকে জরুরি ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া নৌবাহিনী জাহাজ ‘বানৌজা প্রত্যয়’ সেন্টমার্টিনের ‘বিএন ইসলামিক স্কুল ও কলেজ’ মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে।
এ মেডিকেল ক্যাম্পেইনে শিশু, নারী-পুরুষসহ পাঁচ শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। নৌবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে আসছে। এসময় চিকিৎসা সেবা গ্রহণকারীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
Advertisement
জাহাঙ্গীর আলম/জেডএইচ/এমএস