জাতীয়

ঈদযাত্রায় বাড়তি ভাড়া ও পশুর হাটে চাঁদাবাজি, গ্রেফতার ৯

ঈদযাত্রায় বাড়তি ভাড়া ও পশুর হাটে চাঁদাবাজি, গ্রেফতার ৯

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও কোরবানির পশুর হাটে চাঁদাবাজি প্রতিরোধে অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। অভিযানে মোট নয়জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

রোববার (১ এপ্রিল) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইন-বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

আরও পড়ুন সাভারে কারখানা পরিদর্শনে গিয়ে অপহরণ, ৯৯৯-এ কল করে উদ্ধার  সারাদেশে বিশেষ অভিযানে আরও গ্রেফতার ১১৯০ 

এরই ধারাবাহিকতায় গত ৩০ মে রাত সাড়ে ১০টায় রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর সংলগ্ন কামারপাড়া এলাকায় সেনাবাহিনীর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এসময় অবৈধ হাট স্থাপন, জোর করে গরু ব্যবসায়ীদের নির্দিষ্ট হাটে বিক্রিতে বাধ্য করা এবং চাঁদাবাজির অভিযোগে একাধিক ব্যক্তিকে (পাঁচজনকে) গ্রেফতার করা হয়।

Advertisement

এছাড়াও, ৩১ মে বিকেল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত রাজধানীর আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

টিটি/কেএসআর/জিকেএস

Advertisement