বিনোদন

শ্রেষ্ঠ গীতিকবির পুরস্কার পেলেন মাহমুদ মানজুর

শ্রেষ্ঠ গীতিকবির পুরস্কার পেলেন মাহমুদ মানজুর

ট্র্যাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫-এ শ্রেষ্ঠ গীতিকবির পুরস্কার অর্জন করেছেন জনপ্রিয় গীতিকবি মাহমুদ মানজুর (আল মাহমুদ মানজুর)। তিনি এই স্বীকৃতি পেয়েছেন চলতি বছর প্রকাশিত ‘কেমন আছো তুমি’ শিরোনামের গানটির জন্য। এই গান গেয়েছেন ভারতের জনপ্রিয় শিল্পী রূপঙ্কর বাগচী, সুর করেছেন জয় শাহরিয়ার।

Advertisement

পুরস্কার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গতকাল ৩১ মে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মানজুরের হাতে শ্রেষ্ঠ গীতিকবির পদক ও সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী।

পুরস্কার পাওয়া প্রসঙ্গে মাহমুদ মানজুর বলেন, ‘অনেক ভালোবাসা নিয়ে ‘কেমন আছো তুমি’ গানটি তৈরি করেছিলাম আমরা। সবচেয়ে বড় পুরস্কার তো সেটাই যে শ্রোতারা গানটিকে ভালোবেসেছেন। তারসঙ্গে এই পুরস্কার ও স্বীকৃতি আনন্দ যোগ করেছে।’

গান লেখার স্বীকৃতিস্বরূপ এর আগেও মাহমুদ মানজুর দুইবার সিজেএফবি অ্যাওয়ার্ড পেয়েছেন। পাশাপাশি পেয়েছেন লাবণ্য মিডিয়া অ্যাওয়ার্ড এবং এক্সিলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড।

Advertisement

গীতিকবির পাশাপাশি মাহমুদ মানজুর দেশের একজন স্বনামধন্য কালচারাল সাংবাদিক। তিনি প্রায় ২৫ বছর ধরে বিনোদন সাংবাদিকতা করে আসছেন। এছাড়াও তিনি ‘গীতিকবি সংঘ বাংলাদেশ’-এর প্রতিষ্ঠালগ্নে সম্মানিত জুরি সদস্য হিসেবে সংগঠনের নতুন সদস্য বাছাই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন।

এলআইএ/জেআইএম