দেশজুড়ে

যশোরে ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

যশোরে ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

যশোরে ফুটবল খেলার সময় বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরের দিকে সদর উপজেলার ইছালী কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে এ ঘটনা ঘটে।

Advertisement

সুলতান সদর উপজেলার কামারগন্নি গ্রামের রাসেল হোসেনের ছেলে। সে ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

রাসেল হোসেন জানান, বন্ধুদের সঙ্গে সুলতান কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ফুটবল খেলা করছিল। এসময় হঠাৎ বজ্রপাতে সে মাঠে লুটিয়ে পড়ে। তখন বন্ধুরা বাসায় খবর দিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানিয়েছেন, হাসপাতালে আনার আগে সুলতানের মৃত্যু হয়। মরদেহ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

মিলন রহমান/আরএইচ/এএসএম