বিনোদন

রাজকুমারের ‘ভুল চুক মাফ’ ৩ দিনে কত আয় করেছে

রাজকুমারের ‘ভুল চুক মাফ’ ৩ দিনে কত আয় করেছে

সম্প্রতি মুক্তি পেয়েছে রাজকুমার রাও অভিনীত ‘ভুল চুক মাফ’ সিনেমাটি। এটির বক্স অফিস যাত্রা শুরুটা খুব ধীরে হয়েছিল। কিন্তু দিন পার হতে না হতেই আয় বৃদ্ধি পাচ্ছে। সিনেমাটি মুক্তি পেয়েছে ৩ দিন হয়েছে।

Advertisement

‘ভুল চুক মাফ’ রোববার অর্থাৎ মুক্তির পর তৃতীয় দিন, ২৫ মে বক্স অফিসে ১১ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে। স্যাকনিল্কের প্রকাশিত তথ্য থেকে ৩ দিনে কত কোটি আয় করেছে তা জানানো হয়েছে। ফলে তিন দিনের পর বর্তমানে রাজকুমার রাও অভিনীত এ সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ৭৫ লাখ রুপিতে।

গত ২৩ মে বক্স অফিসে ‘ভুল চুক মাফ’ সিনেমাটি ৭ কোটি রুপি দিয়ে আয়ের খাতা খোলে। দ্বিতীয় দিনে এর আয় বেশ বৃদ্ধি পায়। এদিন ৯ কোটি ৫০ লাখ রুপি ব্যবসা করে সিনেমাটি। রোববার আয় আরও বৃদ্ধি পায়।

‘ভুল চুক মাফ’ সিনেমাটি মূলত ইভিনিং শোগুলোতেই দর্শকরা বেশি দেখছেন। রাত এবং সকালের শোগুলোতে তুলনামূলক কম দর্শক থাকতে দেখা যাচ্ছে।

Advertisement

‘ভুল চুক মাফ’ সিনেমাটি রাজকুমার রাওয়ের আগের সিনেমার মানে ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিওর তুলনায় বক্স অফিসে ভালো পারফর্ম করছে। সে সিনেমাটি বক্স অফিসে প্রথম দিন ৫ কোটি ৫০ লাখ রুপি ব্যবসা করেছিল। আর দ্বিতীয় দিন আয়ের পরিমাণ ছিল ৬ কোটি ৯০ লাখ রুপি।

ফলে সেই সিনেমাটি যে এটির তুলনায় ব্যবসার আলোকে অনেকটাই পিছিয়ে ছিল সেটা বলার অপেক্ষা রাখে না। তবে এবার এটাও ঠিক, ‘স্ত্রী ২’ সিনেমাটি যেভাবে বক্স অফিসে ঝড় তুলেছিল, তুমুল ব্যবসা করেছিল সেটাও পারেনি। ‘স্ত্রী’ সিনেমাটি বক্স অফিসে ৫১ কোটি ৮০ লাখ রুপি আয় করেছিল প্রথম দিন আর দ্বিতীয় দিন সেই আয়ের পরিমাণ ছিল ৩১ কোটি ৪০ লাখ রুপি।

আরও পড়ুন:

এবারে কান উৎসবে বিজয়ী হলেন যারা যে কঠিন অসুখে আক্রান্ত নায়িকা মিমি

‘ভুল চুক মাফ’ সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি। ম্যাডক ফিল্মস সিনেমাটি প্রযোজনা করেছে। কিছুদিন আগে ভারত পাকিস্তানের মধ্যে যে অশান্তির আবহ তৈরি হয়েছিল সেই অবস্থায় সিনেমাটি বড়পর্দার বদলে ওটিটিতে মুক্তির কথা ঘোষণা করা হয়। কিন্তু নির্মাতার এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কোর্টের দ্বারস্থ হয় পিভিআর, আইনক্স। এরপর ২৩ মে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা জানানো হয়।

Advertisement

এমএমএফ/এমএস