গ্যালারি প্রস্তুত, শুরু হচ্ছে চিত্রকর সুনীল কুমারের তৃতীয় একক চিত্রকর্ম প্রদর্শনী ‘পথের গল্প’। শুক্রবার সন্ধ্যায় প্রদর্শনী উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও খ্যাতিমান শিল্পী রফিকুন নবী। ছবি নিয়ে কথা বলতে বিশেষ অতিথি থাকবেন শিল্প সমালোচক অধ্যাপক মইনুদ্দীন খালেদ। আর চিত্ররসিকের অপেক্ষায় থাকবেন শিল্পী সুনীল কুমার।
Advertisement
সুনীল কুমার নিরীক্ষাধর্মী কাজ করতে ভালোবাসেন। প্রদর্শনীতে রাখা হয়েছে সে রকম নিরীক্ষাধর্মী বেশ কিছু কাজ। সেসব আঁকা হয়েছে জলরঙ, তেলরঙ, পেন্সিল, চারকোল ও কালিতে। গ্যালারি সূত্রে জানা গেছে, মোট ৬০টি চিত্রকর্ম থাকবে শিল্পীর এবারের প্রদর্শনীতে। বেশিরভাগই গত বছরের আঁকা, কয়েকটি বেশ আগের, কয়েকটি চলতি বছরের।
এর আগে ২০১৫ ও ২০০৮ সালে ঢাকায় দুটি একক প্রদর্শনী হয় সুনীল কুমারের। এ ছাড়া দলীয় বহু প্রদর্শনীতে জায়গা করে নিয়েছিল শিল্পীর কাজ। স্বীকৃতি হিসেবে পেয়েছেন বেশ কিছু পুরস্কার ও সম্মাননাও। চিত্ররসিক অনেকের সংগ্রহে রয়েছে এই শিল্পীর চিত্রকর্ম। দেশে জাতীয় জাদুঘর ও বেশ কিছু বেসরকারি দপ্তর তার ছবি সংগ্রহে রেখেছে। দেশের বাইরে ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সংগ্রাহকেরাও তার ছবি সংগ্রহ করেছেন আগ্রহভরে।
নিজের শিল্পকর্ম প্রসঙ্গে সুনীল কুমার বলেন, ‘আমার শিল্পকর্ম মূলত ঈশ্বরের সৃষ্টির প্রতিফলন। প্রকৃতির সৌন্দর্যের প্রতি আকর্ষণ থেকেই আঁকা শুরু করেছিলাম। তা এখন আবেগের গভীর অনুসন্ধানে পরিণত হয়েছে। প্রেম, বেদনা, আনন্দ এবং দুঃখ সবকিছুই আমার কাজে মিশে গেছে। আমার কাছে শিল্প এখন কেবল সৌন্দর্য নয়, জীবনের লুকানো গল্পগুলিকে ধারণ করাও।’
Advertisement
শিল্পাঙ্গনের আয়োজনে রাজধানীর লালমাটিয়ার ভূমি গ্যালারিতে হবে সুনীল কুমারের প্রদর্শনী। ১৬ মে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্বোধনের পর ২৭ মে পর্যন্ত চলবে সেটি। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত লালমাটিয়ার ডি ব্লকের ৬/৪ নম্বর বাড়িতে ভূমি গ্যালারির দরজা সবার জন্য খোলা থাকবে।
আরএমডি