দেশজুড়ে

মাদারীপুরে হারিয়ে যাচ্ছে ধানের গোলা

মাদারীপুরে হারিয়ে যাচ্ছে ধানের গোলা

‘গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ আর গোলা ভরা ধান।’ এক সময় এমন প্রবাদ বাক্য থাকলেও বর্তমানে মাদারীপুর থেকে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী ধানের গোলা। এখন আর খুব একটা খুঁজে পাওয়া যায় না। নতুন প্রজন্মের অনেকেই এই ধানের গোলা চিনে না। অনেকেই নাম পর্যন্তও জানে না।

Advertisement

খোঁজ নিয়ে জানা যায়, এক সময় মাদারীপুরের গ্রামগুলোর প্রায় প্রতিটি ঘরে ঘরে ছিল ধান রাখার জন্য গোলা। এই গোলাটি বাঁশ ও বেত দিয়ে নিখুঁতভাবে গোল আকৃতি করে তৈরি হয়। গোলাটি ঘরের কোনো একটা জায়গায় রেখে সেখানে মজুত করা হতো ধান। এক সময় এটি কৃষকদের অনেক প্রয়োজন থাকলেও কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে।

কালকিনি উপজেলার পূর্বমাইজপাড়া গ্রামের ৯০ বছরের বৃদ্ধ আইয়ুব আলী মুন্সি বলেন, আগের দিনে ছেলে পক্ষ বিয়ে করতে এলে মেয়ের বাড়ি গুনে দেখতো কয়টা ধানের গোলা আছে। যার বাড়িতে যতবেশি গোলা থাকতো তার সম্মানও ততবেশি হতো। এই ঐতিহ্যবাহী গোলা এখন আর দেখা যায় না।

কৃষক মফিজ হোসেন বলেন, বর্তমানে ইট-বালু ও সিমেন্ট দিয়ে তৈরি পাকা গুদাম ঘরে রাখা হচ্ছে ধান। এছাড়া একশ্রেণির অসাধু মুনাফালোভী ফড়িয়া ও আড়ত ব্যবসায়ীদের দখলে ধান মজুত করে রাখা হচ্ছে। এতে কৃষকরা তাদের ঐতিহ্য হারাতে বসেছেন।

Advertisement

কালকিনির ডাসার এলাকার শিক্ষক আনোয়ার হোসেন বলেন, আগামী প্রজন্মের কাছে ধানের গোলা স্মৃতিতে পরিণত হবে। হয়তো এই ধানের গোলা চলে যাবে জাদুঘরে। তখন ছোট ছোট ছেলে-মেয়েরা জাদুঘরে গিয়ে গোলা দেখবে।

মাদারীপুরের পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অব নেচারের সদস্য আল মামুন বলেন, এটা শুধু মাদারীপুরে না, গ্রাম বাংলা থেকে আজ হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্যবাহী ধানের গোলা। দেশের এই ঐতিহ্যকে রক্ষা করতে সবার এগিয়ে আসা উচিত। যাতে করে ধানের গোলা গ্রামগঞ্জের প্রতিটি ঘরে ঘরে আবার নতুনভাবে ফিরে আসে।

আয়শা সিদ্দিকা আকাশী/জেডএইচ/জিকেএস

Advertisement