জাতীয়

ঢাবি ছাত্র সাম্যের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

ঢাবি ছাত্র সাম্যের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

বুধবার (১৪ মে) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে শাহবাগ থানা পুলিশ। শাহবাগ থানার উপ-পরিদর্শক(এসআই) মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা জরুরি বিভাগের মর্গে আসি। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হয়।

তিনি আরও বলেন, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসক জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

নিহতের বড় ভাই এস এ এম শরিফুল আলম বলেন, আমার ভাইয়ের মরদেহ গ্রহণ করলাম। প্রথমে মরদেহ ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া নেওয়া হবে।

Advertisement

কাজী আল-আমিন/ইএ/এমএস