বলিউডে নির্মিত হচ্ছে অ্যাকশন-ধর্মী চলচ্চিত্র ‘কিং’। এ ছবি দিয়ে আবারও বড় পর্দায় ফিরে আসবেন শাহরুখ খান। ছবিটিতে থাকছে অনেক চমক। যার একটি অনিল কাপুর। তিনি এতে শাহরুখের বস বা মেন্টরের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।
Advertisement
ছবিটি পরিচালনা করছেন ‘পাঠান’-খ্যাত সিদ্ধার্থ আনন্দ। এই সিনেমার মাধ্যমে আবারও একসঙ্গে কাজ করছেন শাহরুখ এবং সিদ্ধার্থ।
‘কিং’ ছবিতে প্রধান চরিত্রে থাকছেন শাহরুখ। তার বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সূত্র জানায়, এই সিনেমায় তারা রোমান্টিক জুটি হিসেবেই থাকছেন। এছাড়া ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অভিষেক বচ্চন, সুহানা খান, আরশাদ ওয়ারসি এবং অভয় বর্মা।
জানা গেছে, ছবিতে শাহরুখ খান একজন অ্যাসাসিন বা পেশাদার খুনির ভূমিকায় অভিনয় করবেন। আর অনিল কাপুর হবেন তার হ্যান্ডলার বা মেন্টর। তিনি তাকে বিভিন্ন মিশনে পরিচালনা করবেন। এই চরিত্রের জন্য বেশ কয়েকজন অভিনেতার নাম বিবেচনায় থাকলেও শেষ পর্যন্ত অনিল কাপুরকেই সবচেয়ে উপযুক্ত মনে করে চূড়ান্ত করা হয়েছে।
Advertisement
চলচ্চিত্রটির শুটিং মুম্বাইয়ে শুরু হবে মে মাসের ১৮ থেকে ২০ তারিখের মধ্যে। এরপর আন্তর্জাতিক পর্যায়ে শুটিং হবে ইউরোপে। মোট ১০০ দিনের শুটিং শিডিউল নির্ধারণ করা হয়েছে।
ছবিটি নির্মাণ করা হচ্ছে আধুনিক দর্শকের থিয়েটারিক চাহিদা মাথায় রেখে। এতে শাহরুখকে দেখা যাবে একেবারে নতুন, র’ এবং রুটেড লুকে। অ্যাকশন দৃশ্যগুলোও সাজানো হয়েছে স্টাইল ও বাস্তবতার মিশেলে। ‘কিং’ নিয়ে নির্মাতা ও শিল্পীদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। বলাই যায়, এই সিনেমাটি হতে চলেছে বলিউডের বহুল প্রতীক্ষিত মেগা প্রজেক্টগুলোর একটি।
‘কিং’ সিনেমাটি ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে।
এলআইএ/এমএস
Advertisement