দেশজুড়ে

নোংরা পরিবেশে ক্ষতিকর রং দিয়ে তৈরি হচ্ছিল আইসক্রিম

নোংরা পরিবেশে ক্ষতিকর রং দিয়ে তৈরি হচ্ছিল আইসক্রিম

চাঁদপুরে ক্ষতিকর রং দিয়ে ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম তৈরির অভিযোগে কারখানা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৩ মে) দুপুরে সদর উপজেলার চৌরাস্তা এলাকার অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, বাগাদী চৌরাস্তায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর রং ব্যবহার, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম তৈরি করায় নিউ ঢাকা আইসক্রিম কারখানার মালিকের থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়।

Advertisement

শরীফুল ইসলাম/জেডএইচ/এমএস