দেশজুড়ে

কুমিল্লা সিটি করপোরেশনের সেবা ফি বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত

কুমিল্লা সিটি করপোরেশনের সেবা ফি বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত

২৩টি নাগরিক সেবা ও সনদের ফি বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। সোমবার (১২ মে) দুপুরে এ সিদ্ধান্ত হয়।

Advertisement

সিটি করপোরেশনের প্রশাসক সাইফ উদ্দিন আহমেদ বলেন, নগরবাসীর কথা চিন্তা করেই ফি বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। যদিও দেশের অন্যান্য সিটি করপোরেশনের তুলনায় এই ফি এখনো কম। তবে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি সঠিক ছিল না। ভবিষ্যতে এই রকম সিদ্ধান্ত নেওয়ার আগে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

আর আগে ১৫ এপ্রিল সিটি করপোরেশনের সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা ২৩টি নাগরিক সেবার ফি বৃদ্ধির সিদ্ধান্ত পত্রে সই করেন। এ বিষয়ে নাগরিকদের সঙ্গে আলোচনা না করায় কুমিল্লা জুড়ে সমালোচনার ঝড় ওঠে।

সেবামূল্য তালিকা পর্যালোচনা করে দেখা যায়, বেকারত্ব সনদ নিতে আগে ২০ টাকা দিতে হত, এখন লাগবে ১০০ টাকা। এছাড়া নাগরিক সনদ বাংলা ও ইংরেজিতে নিতে আগে ২০ টাকা ছিল, এখন ১০০ টাকা করা হয়েছিল।

Advertisement

এছাড়া চারিত্রিক সনদ, ওয়ারিশ সনদ, বিবাহিত/অবিবাহিত, পুনঃবিবাহ না হওয়ার সনদ, মাসিক/বার্ষিক আয় প্রত্যয়ন, স্থায়ী বাসিন্দা, ভূমিহীন, একই নামের প্রত্যয়ন, বিবিধ প্রত্যয়ন, বাংলা ইংরেজি প্রত্যয়ন, পারিবারিক সনদপত্র, মৃত্যুর প্রত্যয়নপত্র, ক্ষমতাপত্র, অনাপত্তিপত্র, পি-ফরম (আপত্তি) (পৌরকর) আগে ছিল ২০ টাকা। নতুন প্রদত্ত নাগরিক সেবা ও সেবামূল্যের তালিকায় ১০০ টাকা করা হয়েছিল। তবে জন্ম ও মৃত্যু সনদ আগে ছিল ৫০ টাকা। নতুন আদেশেও ৫০ টাকা, জন্ম ও মৃত্যুর সনদ, বয়স সংশোধন আগে ছিল ৫০ টাকা, নতুন তালিকাতেও ৫০ টাকা রাখা হয়।

সিটি করপোরেশন জানায়, এ সিদ্ধান্তের বিরুদ্ধে দুপুরে নগরবাসীর পক্ষ থেকে প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপি দেওয়ার সময় মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী (আবু), কলেজ শিক্ষক মো. নাসির উদ্দিন, প্রকৌশলী আকবর হোসেনসহ নগরীর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/এমএস

Advertisement