আইন-আদালত

১৭ ও ২৪ মে সুপ্রিম কোর্টে বিচারকাজ চলবে

১৭ ও ২৪ মে সুপ্রিম কোর্টে বিচারকাজ চলবে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন সুপ্রিম কোর্টেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দাপ্তরিক কাজের স্বার্থে আগামী ১৭ ও ২৪ মে সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট বিভাগ খোলা রাখার সিদ্ধান্ত গৃঞীত হয়েছে।

Advertisement

সোমবার (১২ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন১৭ ও ২৪ মে সরকারি অফিস খোলা ঈদুল আজহায় ১০ দিন ছুটি ঘোষণা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালতগুলো ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করা হয়েছে।

এ অবস্থায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে দাপ্তরিক ও বিচারিক কার্যক্রম চলমান থাকবে।

Advertisement

এফএইচ/ইএ/জেআইএম