নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গাকে চট্টগ্রামের সীতাকুণ্ডে আটক করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে ভাটিয়ারী ইউনিয়নের সাগর উপকূল থেকে তাদের আটক করা হয়।
Advertisement
আটক রোহিঙ্গাদের মধ্যে ১১ নারী, ১৩ পুরুষ ও ১৬ শিশু রয়েছে। তারা জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা শিবিরে যেতে তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছেন।
স্থানীয়রা জানান, দুপুরে চারটি ইঞ্জিনচালিত নৌযান থেকে সাগর উপকূলে রোহিঙ্গাদের নামতে দেখেন স্থানীয় বাসিন্দা। পরে তারা ওই রোহিঙ্গাদের আটক করে উপকূলে বসিয়ে রাখার পাশাপাশি থানায় খবর দেন।
মোহাম্মদ রফিক নামের এক রোহিঙ্গা জানান, বাংলাদেশ সরকার ভাসানচরে তাদের বসতি স্থাপন করে দিলেও সেখানে খাবারের অভাবে খুব কষ্টে দিন যাপন করছেন। তাই বাধ্য হয়ে দালালের মাধ্যমে জনপ্রতি ছয় থেকে সাত হাজার টাকার চুক্তিতে ভাসানচর থেকে পালান। দালালেরা রোববার গভীর রাতে চারটি নৌযানে করে তাদের নিয়ে রওয়ানা দেন। দুপুরে ভাটিয়ারী সাগর উপকূলে এলাকাবাসী তাদের দেখতে পেলে কৌশলে দালালেরা পালিয়ে যান। পরে তারা স্থানীয় জনতার হাতে আটক হন। ভালোভাবে দিন যাপনের তাগিদে তারা পরিবার নিয়ে টেকনাফের রোহিঙ্গা শিবিরে ফিরতে চান বলে জানান।
Advertisement
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে আটক রোহিঙ্গাদের পুনরায় ভাসানচরে ফেরত পাঠানো হবে।
এম মাঈন উদ্দিন/আরএইচ/জেআইএম