জাতীয়

২১ জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আভাস

২১ জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আভাস

দেশের ২১ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে। আজ সোমবার (১২ মে) আবহাওয়া অধিদপ্তরের বজ্রপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

সতর্কবার্তায় বলা হয়েছে, আজ সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ১-৪ ঘণ্টায় রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর বেশি গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

আরও পড়ুন দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে দেশের ৭ অঞ্চলে সোমবার ৬ বিভাগে বৃষ্টির আভাস, কমবে গরম একদিনে বজ্রপাতে প্রাণ গেলো ১০ জনের এমন ভ্যাপসা গরম কতদিন থাকবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

বজ্রপাতের বিষয়ে সতর্কবার্তায় বেশ কিছু পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এগুলো হলো—

* বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।* জানালা ও দরজা বন্ধ রাখুন।* সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।* নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।* গাছের নিচে আশ্রয় নেবেন না।* কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।* বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলো প্লাগ খুলে দিন।* জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।* বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।* শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।

Advertisement

এমএমএআর/এএসএম