ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০ম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
রোববার (১১ মে) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এসময় কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে বিয়ের খাবার এতিমখানার শিশুদের খাওয়ানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম।
ইউএনও জানান, ব্রাহ্মণগ্রাম গ্রামের নোয়াবাড়ি পাড়ার আনোয়ার মিয়ার মেয়ে স্থানীয় চন্ডিদার উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। আজ দুপুরে একই ইউনিয়নের কবির মিয়ার ছেলে তসলিম মিয়ার সঙ্গে তার বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে বরযাত্রী আসার আগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় ওই বিয়েবাড়িতে। এসময় ওই কিশোরীর মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
Advertisement
তিনি আরও জানান, বিয়েবাড়ির খাবার স্থানীয় ব্রাহ্মণগ্রাম এতিমখানা ও সুন্নিয়া হাফিজিয়া মাদরাসার এতিম শিশুদের এনে খাওয়ানো হয়েছে। পাশাপাশি ওই কিশোরী যাতে স্কুলে যায়, বিষয়টি নিশ্চিত করতে তার এক শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/জেআইএম