শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আবারও পেছালো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আবারও পেছালো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আবারও পেছানো হয়েছে। এ নিয়ে দুই দফা ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করলো কর্তৃপক্ষ।

Advertisement

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩১ মে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন শিক্ষকদের চরম অবহেলিত রেখে মানসম্মত শিক্ষা চাওয়াটাও উপহাস এবার প্রাথমিক শিক্ষা পদক পেলেন যারা

শুক্রবার (১০ মে) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিতে অনলাইনে প্রাথমিক আবেদন শেষ হয় গত ২৫ এপ্রিল। ৩ মে ভর্তি পরীক্ষা গ্রহণ করার কথা ছিল। তাতে প্রথম দফায় পরিবর্তন এনে ৩১ মে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানায় কর্তৃপক্ষ। এবার দ্বিতীয় দফায় এ পরীক্ষা পেছানো হলো।

Advertisement

এএএইচ/কেএসআর/এএসএম