তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপ চ্যাট সুরক্ষিত রাখবে যে ৩ ফিচার

হোয়াটসঅ্যাপ চ্যাট সুরক্ষিত রাখবে যে ৩ ফিচার

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ বিভিন্ন ফিচার যুক্ত করে নিয়মিত। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করে।

Advertisement

হোয়াটসঅ্যাপে চ্যাট সুরক্ষিত রাখা অনেক বড় চ্যালেঞ্জ বটে। তবে হোয়াটসঅ্যাপে আছে অসংখ্য ফিচার। যেসব অন রাখলে কিছুটা নিশ্চিন্তে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবেন। আসুন এমন কয়েকটি ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক-

অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসিহোয়াটসঅ্যাপে অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি হলো এমন একটি ফিচার, যা প্রাথমিক প্রিভেসি সেটিংসকে ছাপিয়ে সুরক্ষা দিতে সক্ষম। প্রাথমিক প্রাইভেসি সেটিংসের মধ্যে অন্যতম হল- লাস্ট সিন অথবা প্রোফাইল ফটো গোপন রাখা। যাদের মনে হয়, সংবেদনশীল চ্যাট দেখা হচ্ছে কিংবা অ্যাক্সেস করা হচ্ছে, তাদের জন্য এই ফিচার উপযোগী হতে পারে। ইন্ডিভিজ্যুয়াল বা গ্রুপ চ্যাটে একবার এনেবল করা হলে চ্যাটের অপব্যবহার রোধ করা সম্ভব। সেই সঙ্গে গ্যালারিতে মিডিয়া ডাউনলোড হবে না। এটি এনেবল করার জন্য চ্যাট নেম ট্যাপ করে তারপর অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি সিলেক্ট করতে হবে।

এন্ড-টু-এন্ড এনক্রিপটেড ব্যাকআপহোয়াটসঅ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড ব্যাকআপ নামে একটি ফিচার রয়েছে। যা ব্যবহারকারীর চ্যাট হিস্ট্রি এবং ক্লাউড ব্যাকআপে থাকা মিডিয়াকে এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত রাখে। এর অর্থ হল, ব্যবহারকারী শুধু ব্যাকআপ অ্যাক্সেস করতে পারবেন। এনক্রিপশনে ব্যবহার করা হয় একটি অনন্য পাসওয়ার্ড অথবা ৬৪ ডিজিটের এনক্রিপশন কি। এটি এনেবল করার জন্য হোয়াটসঅ্যাপ খুলে সেটিংসে যান, সেখান থেকে চ্যাটস > চ্যাট ব্যাকআপে যেতে হবে। এবার এন্ড-টু-এন্ড এনক্রিপটেড ব্যাকআপে ট্যাপ করে টার্ন অন সিলেক্ট করতে হবে। এরপর পাসওয়ার্ড সেট করতে বলা হবে।

Advertisement

সাইলেন্স আননোন কলারসএই প্রিভেসি ফিচার নিজে থেকেই এমন কল মিউট করে দেবে, যে নম্বর ব্যবহারকারীর কন্ট্যাক্টে সেভ করা নেই। কল লগ এবং নোটিফিকেশনে এলেও কল আসলে ফোনে রিং হবে না কিংবা ভাইব্রেশনও হবে না। এতে স্প্যাম, স্ক্যামের আশঙ্কা কমে। এটি এনেবল করার জন্য সেটিংস > প্রাইভেসি > কলসে গিয়ে সাইলেন্স আননোন কলারস অপশনে টগল করতে হবে।

আরও পড়ুন হোয়াটসঅ্যাপে এখন আর কোনো মেসেজ চোখ এড়িয়ে যাবে না  যেসব আইফোনে চালানো যাবে না হোয়াটসঅ্যাপ 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জিকেএস

Advertisement