দেশজুড়ে

উপাচার্যের অপসারণ দাবির আন্দোলনে শিক্ষকদের একাত্মতা

উপাচার্যের অপসারণ দাবির আন্দোলনে শিক্ষকদের একাত্মতা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণে শিক্ষার্থীদের একদফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষকদের একাংশ। উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবি জানিয়েছেন তারাও। এ দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা শিক্ষার্থীদের সঙ্গে মাঠে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপাচার্য অপসারণের একদফা দাবিতে শিক্ষার্থীদের চলমান টানা চার দিনের আন্দোলন কর্মসূচির সঙ্গে শিক্ষকরাও অংশ নেন।

শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়া অধ্যাপক ড. মুহসিন উদ্দিন বলেন, শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবির সঙ্গে আমরা একমত। উপাচার্য তার নিজের একক স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে চাচ্ছেন। যা কোনো ভাবেই কাম্য নয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষকদের মধ্যে আরও বক্তব্য রাখেন হাফিজ আশরাফুল হক, সঞ্জয় সরকার, জ্যোতির্ময় বিশ্বাস, উম্মেষ রায়, খাদিজা বেগম এবং মোস্তাকিম হোসেন।

Advertisement

শাওন খান/আরএইচ/জিকেএস