জাতীয়

শহরের তুলনায় গ্রামে শিশু দারিদ্র্যের হার দ্বিগুণেরও বেশি

শহরের তুলনায় গ্রামে শিশু দারিদ্র্যের হার দ্বিগুণেরও বেশি

জাতীয় পর্যায়ে দেশে শিশু দারিদ্র্যের হার প্রায় ১৬ দশমিক ৪৯ শতাংশ। শহরের তুলনায় গ্রামে শিশু দারিদ্র্যের হার দ্বিগুণেরও বেশি। গ্রামীণ এলাকায় শিশু দারিদ্র্যের হার ২০ দশমিক ১৫ শতাংশ। শহরাঞ্চলে এ হার মাত্র ৮ দশমিক ২২ শতাংশ।

Advertisement

বুধবার (৭ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাসিক ইকোনমিক আপডেট ও আউটলুক প্রকাশ করে সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)। এদিন মূলত এপ্রিলের রিপোর্ট প্রকাশ করে জিইডি।

সম্প্রতি জিইডি এবং ইউনিসেফের এক গবেষণা প্রতিবেদনে বাংলাদেশে শিশু দারিদ্র্যের এক উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। ‘শহর-গ্রাম বৈষম্য: বাংলাদেশে শিশু দারিদ্র্যের তুলনামূলক বিশ্লেষণ, মৌলিক পরিষেবা এবং সামাজিক অবকাঠামোতে প্রবেশাধিকার’ শীর্ষক গবেষণা অনুযায়ী এ তথ্য উঠে এসেছে।

আরও পড়ুন উপকূলের শিশু সুরক্ষায় প্রধান বাধা দারিদ্র্য পথেই জীবিকা-জীবন, পথেই নিত্য নির্যাতন-যৌন নিপীড়ন

গবেষণায় আরও দেখা গেছে, বয়সের ভিত্তিতেও শিশু দারিদ্র্যের হারে ভিন্নতা রয়েছে। শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি দারিদ্র্যের শিকার, যাদের মধ্যে এ হার ১৮ দশমিক ২ শতাংশ। এরপর ৬-১৪ বছর বয়সী শিশুদের মধ্যে দারিদ্র্যের হার ১৬ দশমিক ৭ শতাংশ এবং ১৫-১৭ বছর বয়সীদের মধ্যে তা আরও কম ১৩ দশমিক ২ শতাংশ।

Advertisement

তবে উদ্বেগের বিষয় হলো, গ্রামীণ এলাকায় শিশু দারিদ্র্যের হার শহরাঞ্চলের চেয়ে অনেক বেশি। শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যে গ্রামীণ দারিদ্র্যের হার ২১ দশমিক ৪৪ শতাংশ, ৬-১৪ বছর বয়সীদের মধ্যে ২০ দশমিক ৬৩ শতাংশ এবং ১৫-১৭ বছর বয়সীদের মধ্যে এ হার ১৬ দশমিক ৫৬ শতাংশ।

এ চিত্র শিশুদের মৌলিক চাহিদা ও পরিষেবা প্রাপ্তিতে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়, যা লক্ষ্যভিত্তিক দারিদ্র্য বিমোচন কর্মসূচির প্রয়োজনীয়তা তুলে ধরে।

আরও পড়ুন একশ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে: জাতিসংঘ দেশে ৪৩ ঝুঁকিপূর্ণ খাতে কাজ করছে ১০ লাখ শিশু

শুধু তা-ই নয়, শিশু দারিদ্র্যের হারে উল্লেখযোগ্য আঞ্চলিক বৈষম্যও দেখা গেছে। রংপুর বিভাগে শিশু দারিদ্র্যের হার সবচেয়ে বেশি, ২৯ দশমিক ৯৯ শতাংশ। এরপরই রয়েছে ময়মনসিংহ বিভাগ, যেখানে এ হার ২৪ দশমিক ২৬ শতাংশ। অন্যদিকে, ঢাকা বিভাগে শিশু দারিদ্র্যের হার সবচেয়ে কম, মাত্র ৯ দশমিক ৪৫ শতাংশ। চট্টগ্রাম বিভাগে এ হার তুলনামূলকভাবে কম, ১১ দশমিক ৯২ শতাংশ।

জিইডি জানায়, এ বিশ্লেষণ বাংলাদেশে শিশু দারিদ্র্যের হারের ওপর বিভিন্ন আর্থ-সামাজিক কারণের উল্লেখযোগ্য প্রভাব তুলে ধরে। এ বৈষম্য মোকাবিলায় এবং শিশুদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে সুনির্দিষ্ট নীতি ও হস্তক্ষেপ প্রয়োজন বলে গবেষণায় জানানো হয়।

Advertisement

এমওএস/এমকেআর/এএসএম