আইন-আদালত

জামায়াতের নিবন্ধন না থাকায় গণতন্ত্র উত্তরণে অনিশ্চয়তা তৈরি হয়েছে

জামায়াতের নিবন্ধন না থাকায় গণতন্ত্র উত্তরণে অনিশ্চয়তা তৈরি হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন না থাকায় দেশে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বুধবার দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাদের করা আপিল আবেদনের ওপর শুনানির জন্য মঙ্গলবার (১৩ মে) দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপরই এমন মন্তব্য করেন তিনি।

Advertisement

বুধবার (৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিন ঠিক করেন। আদালতে জামায়াতের নিবন্ধন মামলা দ্রুত শুনানির আবেদন জানান আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তারই ধারাবাহিকতায় আগামী ১৩ মে শুনানির জন্য দিন ঠিক করেন সুপ্রিম কোর্ট।

বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে করা আপিলের দ্রুত শুনানির গুরুত্ব তুলে ধরে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, জামায়াতে ইসলামীর নিবন্ধন না থাকায় দেশে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ কারণে জামায়াতের নিবন্ধন বিষয়ক মামলাটির শুনানি দ্রুত হওয়া প্রয়োজন।

চলতি বছরের ১২ মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিলের শুনানি শুরু হয়। এরপর আর শুনানি হয়নি। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে থাকবেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

Advertisement

এর আগে ২০২৩ সালের ১৯ নভেম্বর আপিল বিভাগ মামলাটি খারিজ (আইনজীবী হাজির না থাকায়) করে দেয়। এরপর আপিলটি পুনরুজ্জীবনের জন্য আবেদন করা হয়। গত বছরের ২২ অক্টোবর আদালত বিলম্ব মার্জনা করে আপিলটি শুনানির জন্য রিস্টোর করেন।

এফএইচ/এএমএ/এএসএম