ভারতের কাশ্মীরের পহেলগামের হামলার জবাবে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করা হচ্ছে। মধ্যরাতে পাকিস্তানে ভারত হামলা চালায়। পাকিস্তান ও দেশটির অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে ভারতীয় সেনারা হামলা চালিয়েছে। এরই মধ্যেই পাকিস্তানের পক্ষ থেকে হামলার কথা স্বীকার করা হয়েছে।
Advertisement
এখন পর্যন্ত পাওয়া সংবাদে জানা গেছে, ভারতের স্ট্রাইকে ২৬ জন মারা গেছে। বৈসরন উপত্যকায় নিরীহ পর্যটকদের হত্যাকাণ্ডের এমন জবাবে খুশি ভারতীয় বিনোদন অঙ্গনের তারকারা। কলকাতা, বলিউড ছাড়াও দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির পক্ষ থেকেও `অপারেশন সিঁদুর’র জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানানো হয়েছে।
‘অপারেশন সিঁদুর’র সংবাদে রীতেশ দেশমুখ ভারতীয় সেনার জয় জয়কার করেছেন। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘জয় হিন্দি কী সেনা ভারত মাতা কী জয়।’ নির্মাতা মধুর ভান্ডারকর বর্তমানে সেভাবে বলিউডি লাইমলাইটে না থাকলেও দেশের যে কোনো জ্বলন্ত ইস্যুতে প্রতিক্রিয়া দেন। মধুরের মন্তব্য, ‘ভারতীয় সেনাদের জন্য একমনে প্রার্থনা করছি। পুরো ভারত ঐক্যবদ্ধভাবে একই সারিতে দাঁড়িয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।’ অপারেশন সিঁদুরের ছবি শেয়ার করে বলিউড অভিনেত্রী নিমরত কৌর লিখেছেন, ‘এক দেশ, এক মিশন।’ দেশের সেনাবাহিনীর সঙ্গে আমরা রয়েছি। প্রতিরক্ষা মন্ত্রকের ঘোষণার পরই কতিপয় শব্দে অনুপম খের, চিরঞ্জিবীরা ভারত মাতার জয়গান গাইলেন। ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে করজোড়ে অভিন্দন জানিয়েছেন পরেশ রাওয়াল।
भारत माता की जय!#OperationSindoor
Advertisement
অপারেশন সিঁদুর নিয়ে প্রতিক্রিয়া জানালেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার নির্মাতা বিবেক অগ্নিহোত্রীও। তার মুখেও ‘জয় হিন্দ’ ধ্বনি। মোদি সরকারের ‘যোগ্য জবাবে’ খুশি অভিনেতা বিক্রান্ত মাসেও। আজ (৭ মে) ভোরে অপারেশন সিঁদুর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন বলিউড সুপার স্টার অক্ষয় কুমারও। দেশপ্রেমের কথা উঠে আসে অক্ষয় কুমারের সিনেমায়। তিনি ‘অপারেশন সিঁদুর’র লোগো সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে লিখেছেন, ‘জয় হিন্দ, জয় মহাকাল’।
Jai Hind Jai Mahakaal pic.twitter.com/h7Z6xJAklH
— Akshay Kumar (@akshaykumar) May 7, 2025কঙ্গনা রনাউত ‘অপারেশন সিঁদুর’র শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়ায়। তার সঙ্গে স্পষ্ট জানিয়েছেন, সন্ত্রাসকে বিন্দুমাত্র সহ্য করা যাবে না। তিনি লিখেছেন, ‘ভারতীয় সেনার এ অভিযানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’
অভিনেতা সুনীল শেঠিরও স্পষ্ট বক্তব্য, ‘সন্ত্রাসের কোনো জায়গা নেই। সন্ত্রাসকে বিন্দুমাত্র সহ্য করা হবে না। শুধুই সুবিচার হবে।’ রিতেশ দেশমুখ লিখেছেন, ‘ভারতীয় সেনার জয় হোক। ভারত মাতার জয় হোক।’
Advertisement
ভারতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা ভারত-পাকিস্তানের সংঘাত নিয়ে বলেন, ‘একটাই কারণে আমি যুদ্ধ নিয়ে আতঙ্কিত। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ। আপনি-আমি।’তিনি আরও বলেন, ‘সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে সব কটির নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। সব যুদ্ধ “স্পনসর” করা! আমি প্রমাণ করে দেব।’
পহেলগাম হামলার পরই পাকিস্তানে হামলার হুঁশিয়ারি দিয়েছিল ভারত। পাকিস্তানের উপর চাপ বাড়াতে একাধিক চুক্তি বাতিল করা হয়েছে।
এমএমএফ/জেআইএম