সরকারি পরিপত্র জারির পর একটি মহল এয়ার টিকিট সিন্ডিকেট করার সুযোগ পাচ্ছে না বলে জানিয়েছে নিবন্ধিত ট্রাভেল এজেন্সিসগুলোর বাণিজ্য সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। মঙ্গলবার (৬ মে) আটাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আটাব।
Advertisement
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটাব বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতের সুষ্ঠু উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগী ও অংশীজন হিসেবে সুচারুভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে গত ৫ আগস্টের পর এয়ার টিকিটের উচ্চমূল্য নিয়ন্ত্রণ, কৃত্রিম টিকিট সংকট ও টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আটাব। তখন বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হলে ওই সিন্ডিকেট ভেঙে টিকিটের উচ্চমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যবস্থা নেয় সরকার।
গত ১১ ফেব্রুয়ারি একটি পরিপত্র জারি করে। এ কারণে ব্যবসায় একছত্র নিয়ন্ত্রণ হারিয়ে টিকিট মূল্যবৃদ্ধি করে বেশি মুনাফা অর্জন করতে পারছে না একটি মহল। এখন তারা আটাব কার্যনির্বাহী কমিটি বাতিলের জন্য বর্তমান কমিটির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই মহলটি আটাবের সভাপতি ও মহাসচিবের নামে রাজনৈতিক সংশ্লিষ্টতা, লোক দেখানো নির্বাচন, জাল ভোট, সিন্ডিকেট গঠন, অর্থপাচারসহ বিভিন্ন ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর তথ্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। এই সিন্ডিকেট চক্রের উদ্দেশ্য আটাব ও বর্তমান কমিটির ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং নির্বাচিত কমিটিকে বিতর্কিত করে তাদের আটাব থেকে সরিয়ে সিন্ডিকেট পুনর্বাসন করা। তারা আটাবের বিরুদ্ধে যেসব অভিযোগ মন্ত্রণালয়ে দায়ের করেছে তার যথাযথ জবাব নির্ধারিত সময়ের মধ্যে আটাব প্রমাণসহ দিয়েছে।
Advertisement
আটাব মহাসচিবের বিরুদ্ধে ফেম ট্রিপের নামে অর্থপাচারের অভিযোগও সত্য নয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আটাবের সব খাতের অর্থ ব্যয়ের সঠিক হিসাব, সব খরচ বার্ষিক অডিট করা হয়। অডিট রিপোর্ট বই বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সামনে উপস্থাপন ও অনুমোদন হয়। এখানে অর্থপাচারের কোনো সুযোগ নেই।
আটাব সবসময় নিরপেক্ষ ও গণতান্ত্রিক নিয়মে নির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে এবং কোনো রাজনৈতিক প্রভাব বা সিন্ডিকেটের সঙ্গে জড়িত ছিল না জানিয়ে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আটাব সদস্যদের স্বার্থরক্ষা ও ট্রাভেল ব্যবসার বিকাশে আটাব অংশীজনের সঙ্গে প্রয়োজনীয় কর্মসূচি ও পদক্ষেপ গ্রহণ করে আসছে। আটাব তার সদস্যদের স্বার্থে, দেশের ভাবমূর্তি ও বৈধ ট্রাভেল ট্রেডের বিকাশে সচেষ্ট ছিল ও থাকবে।
এমএমএ/এমআরএম/এমএস
Advertisement