সুনামগঞ্জে নেশাগ্রস্ত এক যুবকের অসদাচরণের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে আব্দুল মুবিন (৫৬) নামে একজন নিহত হয়েছেন।
Advertisement
মঙ্গলবার (৬ মে) বিকালে পৌর শহরের পূর্ব নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মুবিন ওই এলাকার মৃত শামসুল হকের ছেলে।
এ ঘটানায় অভিযুক্ত রিদয় বণিককে (৩২) বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নেশাগ্রস্ত অবস্থায় রিদয় বণিক পূর্ব নতুন পাড়া দিয়ে যাতায়াত করা সব পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে খারাপ আচরণ করতে থাকলে প্রতিবাদ করেন আব্দুল মুবিন। এতে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিদয় বণিক তাকে এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাস্তায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় এরই মধ্যে সুনামগঞ্জ সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শহরের পূর্ব নতুন পাড়ার নিজ বাসা থেকে ঘাতক রিদয় বণিককে গ্রেফতার করেছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম বলেন, নেশাগ্রস্ত অবস্থায় রিদয় বণিক রাস্তা দিয়ে যাওয়া পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে খারাপ আচরণ করলে নিহত আব্দুল মুবিন তার প্রতিবাদ করেন। একপর্যায়ে ঘাতক তাকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়।
লিপসন আহমেদ/এমএন/এমএস
Advertisement