আন্তর্জাতিক

ভারতের উত্তরাঞ্চলে বাণিজ্যিক প্লেন চলাচল বন্ধ

ভারতের উত্তরাঞ্চলে বাণিজ্যিক প্লেন চলাচল বন্ধ

পহেলগামের ঘটনার পর পাকিস্তানে বড় ধরনের হামলা চালিয়েছে ভারত। দেশটির নয়টি স্থানে এই হামলা চালানো হয়েছে। তবে জবাবে পাকিস্তানও ভারতে হামলা চালিয়েছে। অর্থাৎ দেশ দুইটির মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এমন অবস্থায় ভারতের উত্তরাঞ্চলে বাণিজ্যিক প্লেন চলাচল বন্ধ করা হয়েছে।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তরাঞ্চলের বেশ কিছু বিমানবন্দরে বাণিজ্যিক প্লেন চলাচল বন্ধ করা হয়েছে।

পহেলগামের ঘটনার প্রায় দুই সপ্তাহ পরে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে ভারত। দেশটির নয় স্থানে এই হামলা চালানো হয়েছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে এ সময় ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নয়টি স্থানে যথাযথভাবে হামলা চালানো হয়েছে।

Advertisement

ভারত জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালনো হয়েছে।

এমএসএম