চলতি আইপিএলে টানা ৬ ম্যাচ জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। গতকাল মঙ্গলবার হার্দিক পান্ডিয়াদের সেই জয়যাত্রা থামিয়েছে গুজরাট টাইটানস। মুম্বাইকে ৩ উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে উঠেছে শুবমান গিলের দল।
Advertisement
ওয়াংখেড়ে স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান করে স্বাগতিক মুম্বাই। এরপর গুজরাট ব্যাটিংয়ে নেমে ১৪ ওভারে ২ উইকেটে ১০৭ রান করে ফেলার পর বৃষ্টি নামে। বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল বেশ কিছুক্ষণ। এরপর আবার খেলা শুরু হয়। ১৮ ওভারের খেলা শেষে আবার বৃষ্টি নামে। তখন গুজরাটের রান ৬ উইকেটে ১৩২ রান।
বৃষ্টি থামলে ডিএল মেথডে এক ওভারে কমিয়ে আনা হয়। তখন এক ওভারে গুজরাটের লক্ষ্য দাঁড়ায় ১৫ রান। ইনিংসের শেষ বলে দিপক চাহারের ডেলিবারি থেকে দৌড়ে এক রান নিয়ে গুজরাটের জয় নিশ্চিত করেন আরশাদ খান। ওই সময় রানআউট করার সুযোগ ছিল মুম্বাইয়ের ফিল্ডার হার্দিকের। তবে তিনি বল থ্রো করে সরাসরি স্টাম্প ভাঙতে পারেননি।
আগে ব্যাট করা মুম্বাইয়ের হয়ে যা রান করেছেন উইল জ্যাকস ও সূর্যকুমার যাদব। তৃতীয় উইকেটে ৭১ রানের জুটি করেন তারা। জ্যাকস ৩৫ বলে ৫৩ আর সূর্যকুমার ২৪ বলে ৩৫ রান করেন।
Advertisement
নিচের দিকে করবিন বোশ ২২ বলে ২৭ রান করেন। এছাড়া মু্ম্বাইয়ের আর কেউ দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।
গুজরাটের হয়ে দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটি করেন জস বাটলার ও শুবমান গিল। গুজরাটের ইনিংসের সর্বোচ্চ ৪৩ রান (৪৬ বলে) করেন গিল। বাটলার ২৭ বলে ৩০ আর শারফেন রাদারফোর্ড ১৫ বলে ঝোড়ো ২৮ রানের ইনিংস খেলেন।
১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাট। আর ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে মুম্বাই।
এমএইচ/এমএস
Advertisement