আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৬ মে ২০২৫

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৬ মে ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

যুদ্ধ বাঁধলে কী করবেন নাগরিকরা, বুধবার ভারতজুড়ে মহড়াপহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এর মধ্যেই বুধবার (৭ মে) ভারতের সব রাজ্যে মক ড্রিল বা আপৎকালীন অথবা যুদ্ধ পরিস্থিতির মহড়া হবে।

ভারত-পাকিস্তানকে সংলাপের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদেরকাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানকে উত্তেজনা প্রশমনে ও সামরিক সংঘাত এড়াতে সংলাপ এবং কূটনৈতিক পথে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (৬ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যের ভিসা কঠোরতায় পাকিস্তান-শ্রীলঙ্কা-নাইজেরিয়ার নাগরিকরাযুক্তরাজ্যে কাজ কিংবা পড়াশোনার উদ্দেশ্যে ভিসার আবেদনকারী নাইজেরিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকদের ওপর নজরদারি ও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর। হোয়াইটহল কর্মকর্তাদের মতে, এসব দেশের আবেদনকারীরা সবচেয়ে বেশি আশ্রয় প্রার্থনা করেন—এমন সন্দেহ থেকেই এই উদ্যোগ।

Advertisement

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ গাজায় দুর্ভোগ বাড়াবে ইসরায়েলের ‘রূঢ় কৌশল’ইসরায়েলের মন্ত্রিসভা গত ৫ মে গাজা পরিস্থিতি নিয়ে তাদের অবস্থানে নাটকীয় পরিবর্তন এনেছে। তারা ঘোষণা করেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও সামরিক অভিযান ‘বিস্তৃত’ করা হবে এবং একইসঙ্গে নতুন ত্রাণ বিতরণ পরিকল্পনা চালু করা হবে। এর মাধ্যমে ইসরায়েলের কট্টর ডানপন্থিরা গাজা ভূখণ্ড স্থায়ীভাবে পুনর্দখলের পথ খুঁজে পাচ্ছে বলে মনে করছে।

ইসরায়েলি ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরে পুলিৎজার পেলেন ফিলিস্তিনি কবিপুলিৎজার পুরস্কারে ভূষিত হয়েছেন ফিলিস্তিনি কবি মোসাব আবু তোহা। দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিনে প্রকাশিত ‘গাজায় শারীরিক ও মানসিক ধ্বংসযজ্ঞের’ ওপর লেখা তার প্রবন্ধের জন্য তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন। পুরস্কার পাওয়ার পর সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, আমি এইমাত্র পুলিৎজার পুরস্কার জিতেছি। এটা আশার বার্তা হয়ে উঠুক। এটি একটি গল্প হোক।

পুলিৎজার পুরস্কার পেলো রয়টার্স, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টসাংবাদিকতার নোবেল খ্যাত পুলিৎজার পুরস্কার বিজয়ী সংবাদমাধ্যমের নাম ঘোষণা করা হয়েছে। চলতি বছর এই পুরস্কারে ভূষিত হয়েছে রয়টার্স, নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট ছাড়াও আরও কিছু প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এ পুরস্কার ১৯১৭ সাল থেকে দেওয়া শুরু হয়।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতিতে নতুন রেকর্ডডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপকে সামনে রেখে মার্চ মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতিতে নতুন রেকর্ড হয়েছে। মঙ্গলবার (৬ মে) প্রকাশিত দেশটির সরকারি তথ্যে এমন চিত্র দেখা গেছে।

Advertisement

অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে লাখ টাকা ও যাত্রা খরচ দেবেন ট্রাম্পযুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের দেশ ছাড়তে এক হাজার ডলার দেওয়ার পাশাপাশি যাত্রার ব্যয় বহনের প্রতিশ্রুতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশি মুদ্রায় এই প্রণোদনার পরিমাণ প্রায় ১ লাখ ২১ হাজার টাকা।

সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালাচ্ছে ইসরায়েলইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা শুরু করেছে ইরসায়েল। বিমানবন্দরটির কাছ থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইয়েমেনের ইদাহোদেহ বন্দরে হামলার ২৪ ঘণ্টার মধ্যে এই হামলা শুরু করলো ইসরায়েল। ইদাহোদেহ বন্দরে হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ন্যায্য’ পারমাণবিক চুক্তি চায় রাশিয়াযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ন্যায্য পারমাণবিক চুক্তি চায় মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে এ কথা জানিয়েছেন। তাছাড়া দেশ দুইটির মধ্যে চলমান পারমাণবিক আলোচনা এগিয়ে নিতে সহায়তা করতে চায় ক্রেমলিন।

সৌদিতে ভ্রমণ ভিসায় গিয়ে হজ পালনের চেষ্টা, আটক ৪২সৌদি আরবের নিরাপত্তা বাহিনী হজের নিয়ম লঙ্ঘন করায় অন্তত ৪২ জনকে আটক করেছে। তারা মূলত ভ্রমণ ভিসায় সৌদি গেছেন। হজযাত্রীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে চলমান অভিযানের অংশ হিসেবে মক্কায় তাদের গ্রেফতার করা হয়।

কেএএ/এএসএম