খেলাধুলা

এশিয়ান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের চার দাবাড়ু

এশিয়ান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের চার দাবাড়ু

সংযুক্ত আরব আমিরাতে বুধবার শুরু হচ্ছে এশিয়ান ইনডিভিজ্যুয়াল দাবা চ্যাম্পিয়নশিপ। আল আইন শহরে অনুষ্ঠিতব্য এই চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশের চার দাবাড়ু।

Advertisement

ওপেন ও নারী বিভাগে অংশ নেবেন বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজি এবং নারী বিভাগে ফিদেমাস্টার নোশিন আঞ্জুম।

উভয় বিভাগের খেলা ৯ রাউন্ড সুইসলিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ওপেন বিভাগ থেকে শীর্ষস্থান প্রাপ্ত ১২ জন ফিদে বিশ্বকাপ দাবায় এবং নারী বিভাগে শীর্ষস্থান প্রাপ্ত ৩ জন খেলোয়াড় মহিলা বিশ্বকাপ দাবায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

৫১ জন গ্র্যান্ডমাস্টার ও ৫৪ জন আন্তর্জাতিকমাস্টারসহ ১৫৮ জন খেলোয়াড় ওপেন বিভাগে এবং এশিয়া ও অস্ট্রেলিয়র বিভিন্ন দেশ ও রাশিয়ার ২ জন গ্র্যান্ডমাস্টার, ১৯ জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ১৩ জন আন্তর্জাতিক মাস্টার ও ২১ জন মহিলা আন্তর্জাতিকমাস্টারসহ ১০৫ জন খেলোয়াড় মহিলা বিভাগে অংশগ্রহণ করবেন।

Advertisement

আরআই/আইএইচএস/