সংযুক্ত আরব আমিরাতে বুধবার শুরু হচ্ছে এশিয়ান ইনডিভিজ্যুয়াল দাবা চ্যাম্পিয়নশিপ। আল আইন শহরে অনুষ্ঠিতব্য এই চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশের চার দাবাড়ু।
Advertisement
ওপেন ও নারী বিভাগে অংশ নেবেন বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজি এবং নারী বিভাগে ফিদেমাস্টার নোশিন আঞ্জুম।
উভয় বিভাগের খেলা ৯ রাউন্ড সুইসলিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ওপেন বিভাগ থেকে শীর্ষস্থান প্রাপ্ত ১২ জন ফিদে বিশ্বকাপ দাবায় এবং নারী বিভাগে শীর্ষস্থান প্রাপ্ত ৩ জন খেলোয়াড় মহিলা বিশ্বকাপ দাবায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
৫১ জন গ্র্যান্ডমাস্টার ও ৫৪ জন আন্তর্জাতিকমাস্টারসহ ১৫৮ জন খেলোয়াড় ওপেন বিভাগে এবং এশিয়া ও অস্ট্রেলিয়র বিভিন্ন দেশ ও রাশিয়ার ২ জন গ্র্যান্ডমাস্টার, ১৯ জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ১৩ জন আন্তর্জাতিক মাস্টার ও ২১ জন মহিলা আন্তর্জাতিকমাস্টারসহ ১০৫ জন খেলোয়াড় মহিলা বিভাগে অংশগ্রহণ করবেন।
Advertisement
আরআই/আইএইচএস/