অর্থনীতি

এডিপি ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, বড় অঙ্কের বরাদ্দ কমছে স্বাস্থ্যে

এডিপি ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, বড় অঙ্কের বরাদ্দ কমছে স্বাস্থ্যে

আসন্ন ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। বরাবরের মতোই স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) এবং সড়ক ও মহাসড়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে উন্নয়ন বাজেট। তবে বরাদ্দ কমছে স্বাস্থ্য খাতে।

Advertisement

মঙ্গলবার (৬ মে) পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খসড়া চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সভায় পরিকল্পনা সচিব, পরিকল্পনা বিভাগের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এডিপির চূড়ান্ত খসড়া আগামীতে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় চূড়ান্ত অনুমোদন দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লি প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) ড. মো. মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, ২০২৫-২৬ অর্থবছরে এডিপি হবে ২ লাখ ৩০ হাজার কোটি টাকার। এটা চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে আগামী এনইসি সভায় অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

নতুন উন্নয়ন বাজেটে স্থানীয় সরকার বিভাগকে বরাদ্দ দেওয়া হচ্ছে ৪০ হাজার ২৩ কোটি টাকা, চলতি ২০২৪-২৫ অর্থবছরে তাদের বরাদ্দ ছিল ৩৭ হাজার ৯৭৬ কোটি টাকা। ফলে স্থানীয় সরকার বিভাগ ২ হাজার ৪৭ কোটি টাকা বেশি বরাদ্দ পাচ্ছে। সড়ক ও মহাসড়ক বিভাগে বরাদ্দ দেওয়া হচ্ছে ৩১ হাজার ৮২৮ কোটি টাকা। চলতি অর্থবছরের চেয়ে এক হাজার ৩৫৩ কোটি টাকা বেশি বরাদ্দ পাচ্ছে সড়ক ও মহাসড়ক বিভাগ।

Advertisement

তবে বরাদ্দ কমছে স্বাস্থ্য খাতে। আগামী অর্থবছরে স্বাস্থ্য বিভাগ পাচ্ছে ৭ হাজার ৭৩৪ কোটি টাকা। চলতি অর্থবচরে এ বিভাগে বরাদ্দ ছিল ১১ হাজার ১৫৩ কোটি টাকা। এ হিসাবে এ খাতে বরাদ্দ কমছে ৩ হাজার ৪১৯ কোটি টাকা।

আরও পড়ুন চার খাতে এডিবির কাছে সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা রাজধানীবাসীর নিত্যসঙ্গী বায়ুদূষণ, উত্তরণ কোন পথে?

এছাড়া, প্রাথমিক ও গণশিক্ষায় মাত্র ৪ হাজার ১৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। এ বিভাগে চলতি অর্থবছরে ১৩ হাজার ৩১৮ কোটি টাকা বরাদ্দ ছিল। মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বরাদ্দ দেওয়া হচ্ছে ১০ হাজার ২২১ কোটি টাকা। এ বিভাগে চলতি অর্থবছরে ১০ হাজার ৮৮৭ কোটি টাকা বরাদ্দ ছিল।

পরিকল্পনা কমিশন জানায়, অপ্রয়োজনীয় ব্যয় কমাতে চলতি অর্থবছরের মূল এডিপির থেকে ৩৫ হাজার কোটি টাকা কমিয়ে এডিপি ধরা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে এক লাখ ৪৪ হাজার কোটি এবং বৈদেশিক ঋণ থেকে ৮৬ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

আসছে অর্থবছরের এডিপিতে বরাবরের মতো এবারও অর্থ বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে। এছাড়া স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিদ্যুৎ খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে।

Advertisement

এডিপির খসড়ার তথ্যমতে, আগামী অর্থবছরে ২০ হাজার ৯০৬ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে বিদ্যুৎ বিভাগ। এছাড়া রেলপথ মন্ত্রণালয় বরাদ্দ পাচ্ছে ১০ হাজার ৯৮ কোটি টাকা। পানিসম্পদ মন্ত্রণালয় পাচ্ছে ৮ হাজার ৪৭৩ কোটি টাকা।

চলতি অর্থবছরের এডিপিতে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে সংশোধিত এডিপিতে তা কমিয়ে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা করা হয়। আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট মূল এডিপির তুলনায় ৩৫ হাজার কোটি টাকা কম হলেও সংশোধিত এডিপির তুলনায় ১৪ হাজার কোটি টাকা বেশি। চলতি অর্থবছরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ চাহিদা দিয়েছে ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা।

নতুন প্রস্তাবিত উন্নয়ন বাজেটে সরকারি অর্থায়ন কমে এক লাখ ৪৪ হাজার কোটি টাকায় নামছে। এছাড়া বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ১৪ হাজার কোটি টাকা কমিয়ে ৮৬ হাজার কোটি টাকায় নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমওএস/কেএসআর/এএসএম