জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামল দত্তকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাষানটেকে ফজলু নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় করা মামলায় এ রুল জারি করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (৬ মে) হাইকোর্টের বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারির আদেশ দেন।
আদালতে আজ আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী নাজমুস সাকিব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হেমায়েত উল্লাহ। পরে আইনজীবী নাজমুস সাকিব জানান, আদালত জামিন প্রশ্নে রুল জারি করেছেন।
আরও পড়ুন আমি পেশাদার সাংবাদিক, কোনো দিন সরকারের সুবিধা নেইনি আরও চার মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানোর আদেশগত ১১ সেপ্টেম্বর ভাষানটেক থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৪ জনকে আসামি করে মামলা করা হয়। এ মামলায় ২৮ নম্বর এজাহার নামীয় আসামি শ্যামল দত্ত।
Advertisement
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বিজয় মিছিল করতে যান ফজলু। সন্ধ্যা ৭টার দিকে মিরপুর ১৪ নম্বর মোড়ে দিগন্ত ফিলিং স্টেশনের সামনে ফজলুর ওপর গুলি ছোড়া হয়। ওই গুলি কোমরের একপাশে লেগে অন্য পাশ দিয়ে বের হয়ে গেলে প্রচুর রক্তক্ষরণ হয়। ফজলুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গত ১৬ সেপ্টেম্বর সাংবাদিক মোজাম্মেল বাবুর সঙ্গে সাংবাদিক শ্যামল দত্তকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। এরপর এ মামলায় তাকে ৭ দিনের রিমান্ডেও নেওয়া হয়।
এফএইচ/কেএসআর/এএসএম
Advertisement