কিশোরগঞ্জের মিঠামইনে বজ্রপাতে কডু মিয়া (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) দুপুরে মিঠামইন উপজেলা চমকপুর দক্ষিণ হাটির সামনে এ ঘটনা ঘটে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গেছে, ধান শুকানোর কাজ করতে গিয়ে বজ্রপাতে আহত হন কডু মিয়া। তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ির খলায় ধান শুকানোর সময় বজ্রপাতে একজন নিহত হয়েছেন।
এসকে রাসেল/জেডএইচ/এমএস
Advertisement